X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জার্সি নকশা করে জামাল ভূঁইয়াদের সঙ্গে ডিনারের সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২১, ১৫:৩৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৫:৪৫

আগামী ১ থেকে ১১ মার্চ হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপ। মাঠের খেলার পাশাপাশি জাতীয় দলের জার্সির দিকে এবার মনোযোগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঢাকার মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত প্রতিযোগিতায় জামাল ভূঁইয়াদের দেখা যাবে নতুন জার্সি গায়ে খেলতে। আর সেই নতুন জার্সির নকশার জন্য উন্মুক্ত প্রতিযোগিতা আয়োজন করেছে বাফুফে।

এই প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবে। দুই ধরনের জার্সির নকশা তৈরি করতে হবে। শর্ত হলো, হোম ও অ্যাওয়ে জার্সিতে লাল-সবুজ রং তো থাকবেই, পাশাপাশি সাদাও রাখতে হবে। তবে গোলকিপারের জার্সির ডিজাইনে কোনও বাধ্যবাধকতা নেই।

আগামী ২৫ জানুয়ারির মধ্যে আগ্রহীদের জার্সির দুই ধরনের নকশা তৈরি করে মেইল করতে হবে এই ঠিকানায়- [email protected]

পাশাপাশি যিনি এটা করবেন তার সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তও দিতে হবে। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে বিজয়ীর নাম ঘোষণা করবে বাফুফে। বিজয়ী পাবেন অর্থসহ আকর্ষণীয় পুরস্কার।

২৫ হাজার টাকা ছাড়াও ছবি তোলার সুযোগ থাকছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও জাতীয় দলের সঙ্গে। মাঠে বসে খেলা দেখার সুযোগও থাকছে। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালের ভিআইপি দুটি টিকিট দেওয়া হবে। এখানেই শেষ নয়, আছে আরও লোভনীয় পুরস্কার। সেরা ডিজাইনার ডিনার করার সুযোগ পাবেন জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে। তাছাড়া ব্লেজার পাবেন বাফুফে থেকে। আর সার্টিফিকেট বা প্রশংসাপত্র থাকছে বাফুফে সভাপতির পক্ষ থেকে।

বাফুফে আশা করছে, এই প্রতিযোগিতার মাধ্যমে জার্সির নকশা পাওয়া যাবে। আর ঘরের মাঠে সেই নতুন জার্সি পরে খেলবেন জামাল ভূঁইয়ারা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়