X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভার ভোট শনিবার; কেন্দ্রে গেছে সরঞ্জাম

গাইবান্ধা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২১, ১৭:৩৮আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৭:৩৮

 

গাইবান্ধা জেলার গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে শনিবার (১৬ জানুয়ারি)। সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। দুই পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সব ধরণের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার দুপুর থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুই পৌর এলাকার মোট ৪০টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার, সিল ও কালিসহ ভোটের সরঞ্জাম। কেন্দ্রগুলোর প্রিজাইটিং অফিসারদের হাতে আনুষ্ঠানিভাবে ভোটের এসব সরঞ্জাম তুলে দেন রিটানিং কর্মকর্তারা। আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটের এসব সরঞ্জাম নিয়ে কেন্দ্রগুলোতে পৌঁছান প্রিজাইটিং অফিসাররা।

গাইবান্ধা ও সুন্দরগঞ্জ দুই পৌরসভার নির্বাচনে মোট ৬৫ হাজার ৪৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে দুই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১৫ জন প্রার্থী। এছাড়া সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭৪ জন ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা হিসেবে মাঠে লড়ছেন বেশকিছু স্বতন্ত্র প্রার্থীও।

গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর (নৌকা), বিএনপির মো. শহিদুজ্জামান শহীদ (ধানের শীষ), স্বতন্ত্র মো. আনওয়ার-উল-সরওয়ার (রেল ইঞ্জিন), মো. শামছুল আলম (মোবাইল ফোন), মো. আহছানুল করিম (চামুচ), ফারুক আহমেদ (ক্যারাম বোর্ড), মো. মির্জা হাসান (জগ), মতলুবর রহমান (নারিকেল গাছ)। এই পৌরসভায় সংরক্ষিত মহিলা পদে ১৭ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা পৌরসভার ৩১টি ভোট কেন্দ্রের ১৫৩টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভার মোট ৫১ হাজার ৩৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ২৪ হাজার ৫৯০ জন ও নারী ভোটার রয়েছেন ২৬ হাজার ৭৯৭ জন।

অপরদিকে, সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত মহিলা পদে ১১ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভার ৯টি ভোট কেন্দ্রের ৪৪টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌর এলাকা মোট ১৪ হাজার ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৬৩ জন ও নারী ভোটার রয়েছে ৭ হাজার ২০৮ জন।

মেয়র পদে সুন্দরগঞ্জ পৌরসভায় ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের আব্দুল্লাহ আল মামুন (নৌকা), বিএনপি’র মশিউর রহমান সবুজ (ধানের শীষ), জাতীয় পার্টির আব্দুর রশিদ ডাবলু (লাঙ্গল), এনডিপি'র আহসান হাবীব মাসুদ (সিংহ), স্বতন্ত্র খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ), স্বতন্ত্র দেবাশীষ কুমার সাহা (মোবাইল), স্বতন্ত্র আল শাহাদাত জিকো (জগ)।

এদিকে, অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোতালিব। তিনি জানান, ‘প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, র্যাব ও আনছারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে থাকবেন। পাশাপাশি ভোটের মাঠে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলাবাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন থাকবেন।'

তিনি আরও জানান, 'ভোট কেন্দ্র ছাড়াও বাইরেও আলাদা নিরাপত্তায় পুলিশ ও আনসারের স্ট্রাইকিং মোবাইল ফোর্স এবং র্যাব ও বিজিবি'র টিমও ভোটের মাঠে সার্বক্ষণিক টহলে থাকবে। সবমিলে পৌর এলাকাজুড়েই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।' ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্র এসে পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার আহবানও জানান তিনি।



/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা