X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরের ৩ পৌরসভার ২৮ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ

দিনাজপুর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২১, ১৮:৩০আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৮:৩০

শনিবার (১৬ জানুয়ারি) দিনাজপুর জেলার তিনটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্য ভোটগ্রহণের জন্য যাবতীয় সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা। জেলার তিনটি পৌরসভার ৭৪টি ভোট কেন্দ্রের ৫২৭টি ভোটকক্ষে এক লাখ ৮৩ হাজার ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণের ক্ষেত্রে তিন পৌরসভার ২৮টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ০

শুক্রবার (১৫ জানুয়ারি) দিনাজপুর জেলা নির্বাচন কার্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক।

তিনি জানান, শনিবার জেলার দিনাজপুর, বিরামপুর ও বীরগঞ্জ পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। দিনাজপুর পৌরসভার ৪৯টি ভোটকেন্দ্রের ৩৭৩টি ভোটকক্ষে এক লাখ ৩০ হাজার ৮০৩ জন ভোটার, বিরামপুরের ১৬টি ভোট কেন্দ্রের ১০৫টি কক্ষে ৩৬ হাজার ৭৪৮ জন ভোটার এবং বীরগঞ্জের ৯টি কেন্দ্রের ৪৯টি কক্ষে ১৫ হাজার ৫৪৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেলার দিনাজপুর ও বিরামপুর পৌরসভায় গোপন ব্যালট ও বীরগঞ্জ পৌরসভায় ইভিএম পদ্ধতি ব্যবহার করে ভোটগ্রহণ হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, জেলার তিনটি পৌরসভার ৭৪টি কেন্দ্রের মধ্যে ২৮টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে দিনাজপুর পৌরসভায় ১২টি কেন্দ্র, বিরামপুর পৌরসভায় ১১টি কেন্দ্র এবং বীরগঞ্জ পৌরসভায় ৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে একজন এসআইয়ের নেতৃত্বে পাঁচ জন অস্ত্রধারী পুলিশ সদস্য, দুই জন অস্ত্রধারী আনসার সদস্য, চার জন পুরুষ ও তিন জন নারী লাঠিধারী আনসার সদস্য মোতায়েন করা হবে। দিনাজপুরের তিনটি পৌরসভার আইনশৃঙ্খলা রক্ষার জন্য দেড় হাজারের অধিক সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও দিনাজপুর পৌরসভায় ২১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বীরগঞ্জ পৌরসভায় ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বিরামপুর পৌরসভায় ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’