X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বেলাবতে আগুনে পুড়লো ৭ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নরসিংদী প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২১, ১৮:৫৩আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৮:৫৩

নরসিংদীর বেলাব বাজারে আগুনে পুড়ে গেছে সাতটি দোকান। এতে নগদ প্রায় ৯ লাখ টাকা ও মালামালসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের বেলাব বাজারের উপজেলা রোডে এ আগুন লাগার ঘটনা ঘটে। এসময় আগুন নেভাতে গিয়ে মো. সুজন মিয়া নামে স্থানীয় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য আহত হয়েছেন।

বেলাব ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. হেলাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শুক্রবার বেলাব বাজারে সাপ্তাহিক হাট হওয়ায় দোকানিরা দোকান খুলে ব্যবসা পরিচালনা করছিলেন। হঠাৎ করে মকবুল হোসেনের লেপ তোষকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আশপাশের সাত দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেলাব, রায়পুরা ও মনোহরদী ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই পুড়ে ছাই হয়ে যায় নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে বেলাব বাজারের কমল মিয়ার দোকানের বিকাশ মোবাইল ও বিকাশের নগদ সাত লাখ টাকা ও প্রায় অর্ধকোটি টাকার মোবাইল বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জাম পুড়ে যায়, মো. রিপন মিয়ার বিকাশ ও ওষুধের দোকানে বিকাশের নগদ দুই লাখ টাকা ও ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়, মকবুলের লেপ তোষকের দোকান পুড়ে মালামালসহ ক্ষতি হয় প্রায় পাঁচ লাখ টাকা, আঙ্গুর মিয়ার লেপ তোষকের দোকানের প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে যায়, জালাল মিয়ার স্টেশনানি ও চা স্টল দোকান পুড়ে ক্ষতি হয় প্রায় দেড় লাখ টাকা, কবির মিয়ার কম্পিউটার দোকানের প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল পুড়ে যায়, সজল মিয়ার সেলুনের দোকান পুড়ে ক্ষতি হয় প্রায় দুই লাখ টাকা।

বিকাশ এজেন্ট মোবাইল ও ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবসায়ী কমল মিয়া বলেন, আমার সব শেষ হয়ে গেছে। আগুনে নগদ সাত লাখ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে।

বেলাব ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. হেলাল উদ্দীন বলেন, প্রাথমিকভাবে অনুমান করছি একটি লেপ তোষকের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন পলাশ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এনেছি। দেখা গেছে বৈদ্যুতিক লাইন এলোমেলো অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন