X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নাটোরে ৩ পৌরসভায় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

নাটোর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ০৩:০৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০৩:০৬

সারাদেশের মতো নাটোরের নলডাঙ্গা, গোপালপুর ও গুরুদাসপুর পৌরসভায় দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে এসব পৌরসভার কেন্দ্রে কেন্দ্রে শুরু হবে ভোট। ভোটগ্রহণ ও প্রদানের জন্য শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কেন্দ্রে নির্বাচনি সামগ্রী পাঠানো ছাড়াও, পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। তারা ভোট গণনা শেষে সার্বিক কাজ শেষ করেই ফিরবেন নিজ কর্মস্থলে।

নলডাঙ্গা ও গোপালপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা আসলাম এবং গুরুদাসপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ইতোমধ্যেই প্রতিকেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাঁচ জন পুলিশ, অস্ত্রধারী আনসার দুজন, লাঠিসহ নারী আনসার তিন জন ও পুরুষ আনসার চার জন মোতায়েন করা হয়েছে। আনসার বাহিনীর মধ্যে পিসি ও এপিসিও থাকবে।

এছাড়া প্রতি পৌর এলাকায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে আনসার বাহিনী ও র‌্যাবের টিম টহল দেবে। এর বাইরে প্রয়োজন সাপেক্ষে সাদা পোশাকে পুলিশ, ডিবি থাকবে। এছাড়াও নলডাঙ্গা পৌর এলাকায় এক প্লাটুন, গোপালপুরে দুই প্লাটুন ও গুরুদাসপুরে তিন প্লাটুন বিজিবি টহলে থাকবে।

ভোগ গ্রহণে ইতোমধ্যেই গুরুদাসপুর পৌরসভায় ১২ জন প্রিজাইডিং অফিসার, ৭১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৪২ জন পোলিং এজেন্ট; গোপালপুর পৌরসভায় ৯ জন প্রিজাইডিং অফিসার, ৫৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১১৬ জন পোলিং এজেন্ট এবং নলডাঙ্গা পৌরসভায় ৯ জন প্রিজাইডিং অফিসার,৩০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬০ জন পোলিং এজেন্ট কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছেন।

প্রসঙ্গত, এবার নলডাঙ্গা পৌরসভায় ইভিএমে ভোটের আয়োজন করা হয়েছে।  অপর দুই পৌরসভায় ভোট হবে ব্যালটে।

জেলা নির্বাচন কর্মকর্তা আসলাম আরও জানান, ১৬ জানুয়ারি সকাল থেকে গোপালপুর পৌরসভায় ৮ হাজার ৬৫৪ জন পুরুষ ও ৮ হাজার ৮৮১ জন নারীসহ মোট ১৭ হাজার ৫৩৫ জন ভোটার ৯টি কেন্দ্রের ৫৮টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন। গুরুদাসপুর পৌরসভায় ১২ হাজার ১৬৫ জন পুরুষ ও ১২ হাজার ৮৩৯ জন নারীসহ মোট ২৫ হাজার ৪ জন ভোটার ১২টি কেন্দ্রের ৭১টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন। অপরদিকে নলডাঙ্গা পৌরসভায় ৪ হাজার ২৩০ জন পুরুষ ও ৪ হাজার ৩৯৫ জন নারীসহ মোট ৮ হাজার ৬২৫ জন ভোটার ৯টি কেন্দ্রের ২৯টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গতবারের তুলনায় এবারে গোপালপুরে ১৩টি, গুরুদাসপুরে ৬টি ও নলডাঙ্গায় ৮টি ভোটকক্ষ বেশি করা হয়েছে। তবে কেন্দ্রের সংখ্যা একই রয়েছে। অপরদিকে পুরুষের চেয়ে নারী ভোটার গোপালপুরে ২২৭ জন, গুরুদাসপুরে ৬৭৪ জন ও নলডাঙ্গায় ১৬৫ জন বেশি।

এই নির্বাচনে গোপালপুর পৌরসভায় মেয়র পদে ৪, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন, গুরুদাসপুরে মেয়র পদে ৬, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ ও কাউন্সিলর পদে ৩৮ জন এবং নলডাঙ্গা পৌরসভায় মেয়রপদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যেই গোপালপুর পৌরসভায় একজন সাধারণ কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বলেও জানান আসলাম।

/এমএএ/
সম্পর্কিত
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা