X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

উৎসবমুখর পরিবেশে ভোট চলছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২১, ১০:১৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১০:২৩

উৎসবমুখর পরিবেশে শনিবার (১৬ জানুয়ারি) ৬০টি পৌরসভায় ভোট শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করেই সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন জায়গায়।

ভোটারদের লাইন

ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছায় ও ফুলবাড়িয়া পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। মুক্তাগাছা পৌরসভায় বিএফ আওয়ামীলীগ-বিএনপিসহ ৫ মেয়রপ্রার্থী এবং ৫৭ জন কাউন্সিলর প্রার্থী অংশ নিয়েছেন। ১৭টি কেন্দ্রে ৩৯৫৯৯ জন ভোটার রয়েছেন। 

ফুলবাড়িয়া পৌরসভা নির্বাচনে ৫ জন মেয়র এবং ৫৫ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। ১০টি কেন্দ্রে মোট ভোটার ২৩৭৫১ জন।

জেলা রিটার্নিং অফিসার দেওয়ান সারোয়ার জাহান জানান, সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

ভোটারদের লাইন

খাগড়াছড়ি
শান্তিপূর্ণভাবে খাগড়াছড়ি পৌরসভায় নির্বাচন চলছে। প্রথমবারের মতো ইলেট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট চলছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়,  খাগড়াছড়ি পৌরসভার নির্বাচন হচ্ছে ১৮টি
কেন্দ্রে এবং মোট বুথ রয়েছে ১০৯টি।
সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশন ১৮ জন প্রিজাইডিং অফিসার, ১০৯ জন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার ও ২১৮জন পোলিং অফিসার নিয়োগ দিয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার রাজু আহমেদ জানান সকাল ৮ থেকে নির্বাচন শুরু হয়েছে। চলবে বিকাল ৪.০০ পর্যন্ত। পর্যাপ্ত জনবলের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ জানান, নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রায় দুই শতাধিক পুলিশ, আনসার-ভিডিপি সদস্য তিন স্তরে কাজ করছে। প্রত্যেক কেন্দ্রে ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।  এছাড়া ২ প্লাটুন বিজিবি ও ১ প্লাটুন র‌্যাব সদস্য মোবাইল টিম হিসেবে কাজ করছে।

নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচন এ প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।  পৌরসভার ৯ কেন্দ্রে একযোগে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নানা কারণে আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের নির্বাচনি এলাকা হওয়ায় সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বসুরহাট পৌরসভা।

ভোটারদের লাইন

জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন জানান, ভোটগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও আনসারের ৪০০ সদস্য নিয়োজিত থাকবে। বিজিবি ৪ প্লাটুন, পুলিশের মোবাইল টিম ৯টি, স্ট্রাইকিং টিম ২টি, নির্বাহী ম্যাজিস্ট্যাট ৯ জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট ১ জন।

ফেনী

ফেনীর দাগনভুঞা পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমস ভোট গ্রহণ চলছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৩টি ভোটকেন্দ্রের ৭৩টি ভোটকক্ষে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।

 দাগনভূঞা পৌরসভায় ২৫ হাজার ৭২ জন ভোটার রয়েছে। নির্বাচনে ১৩টি কেন্দ্রে ১৩ জন প্রিজাইডিং অফিসার ও ৭৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। প্রতিকেন্দ্রে দু’জন করে মোট ১৪৬ জন পোলিং অফিসার থাকবেন।  

ভোটারদের লাইন

 প্রতিটি ভোট কক্ষে একটি করে ৭৩টি ইভিএম মেশিন থাকবে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে একটি করে মোট ১৩টি অতিরিক্ত ইভিএম মেশিন থাকবে। ৫টি ওয়ার্ডে ১৪ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।

কুমিল্লা

দ্বিতীয় দফায় অনুষ্ঠিত কুমিল্লা চান্দিনা পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টায় থেকে ইভিএম পদ্ধতিতে চান্দিনা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনে পৌরসভার তুলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। নারী পুরুষ সমান লাইন ধরে ভোট দিচ্ছেন পছন্দের প্রার্থীকে। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পুলিশ-র‍্যাব-বিজিবিসহ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

আবুল হাসান নামে ভোটের জানান, সুন্দর পরিবেশ রয়েছে জেনে সকালেই ভোট দিতে কেন্দ্রে চলে এসেছি। এখন পর্যন্ত সুন্দর পরিবেশ রয়েছে।

ভোটারদের লাইন

চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবীব জানান, সকাল আটটা থেকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ভোটগ্রহণ আরম্ভ হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ব্যাপক। আশা করি এমন পরিবেশ থাকলে ভোটাররা কোনও ধরনের ভীতি ছাড়াই ভোট দিতে পারবেন।  পৌর সভার ৩১ হাজার ৮৪৮ জন ভোটার রয়েছে। ভোটকেন্দ্রে শান্তি-শৃঙ্খলা রায় তিন স্তরের ব্যবস্থা নেওয়া হবে। র‌্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিনাজপুর  
দ্বিতীয় দফায় দিনাজপুরের তিনটি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। তিনটি পৌরসভার মধ্যে বীরগঞ্জ পৌরসভায় ইভিএম পদ্ধতিতে এবং দিনাজপুর সদর ও বিরামপুর পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। 
দিনাজপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৩টি পৌরসভার ৭৪টি ভোট কেন্দ্রের ৫২৭টি ভোট কক্ষে এক লাখ ৮৩ হাজার ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়াও ৩টি পৌরসভার ২৮টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক জানান, শনিবার জেলার দিনাজপুর, বিরামপুর ও বীরগঞ্জ পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। দিনাজপুর পৌরসভার ৪৯টি ভোট কেন্দ্রের ৩৭৩টি ভোট কক্ষে এক লাখ ৩০ হাজার ৮০৩ জন ভোটার, বিরামপুরের ১৬টি ভোট কেন্দ্রের ১০৫টি কক্ষে ৩৬ হাজার ৭৪৮ জন ভোটার এবং বীরগঞ্জের ৯টি ভোট কেন্দ্রের ৪৯টি কক্ষে ১৫ হাজার ৫৪৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোটারদের লাইন

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রত্যেকটি কেন্দ্রে একজন এসআই এর নেতৃত্বে ৫ জন অস্ত্রধারী পুলিশ সদস্য, ২ জন অস্ত্রধারী আনসার সদস্য, ৪ জন পুরুষ ও ৩ জন নারী লাঠিধারী আনসার সদস্য মোতায়েন করা হবে। দিনাজপুরের ৩টি পৌরসভার আইনশৃংখলা রক্ষার জন্য দেড় হাজারের অধিক সদস্য মোতায়ন থাকবে। এছাড়াও দিনাজপুর পৌরসভায় ২১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বীরগঞ্জ পৌরসভায় ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বিরামপুর পৌরসভায় ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

ভোটারদের লাইন

গাইবান্ধা

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে গাইবান্ধা পৌর এলাকার ৩১টি ও সুন্দরগঞ্জ পৌর এলাকার ৯টিসহ মোট ৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। দুই পৌরসভায় মোট ৬৫ হাজার ৪৫৮ জন ভোটার ব্যালট পেপারে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তীব্র শীত উপেক্ষা করেই আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ভোট গ্রহণের শুরু থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতির পাশাপাশি বাইরেও প্রার্থীদের কর্মী-সমর্থক আর নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো।

রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোতালিব জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ৮টার আগেই কেন্দ্রগুলোতে পৌঁছানো হয় ব্যালট পেপার। ভোটগ্রহণ শুরু থেকে কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটাররা উপস্থিতি হয়ে ভোট প্রদান করছেন। প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ ৫ জন পুলিশ ও ৯ জন করে আনছার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া ভোটের মাঠে নিয়োজিত রয়েছে পুলিশ, র‍্যাব ও বিজিবি’র মোবাইল টিমসহ একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্সের টহল ছাড়াও ভোটের মাঠে দায়িত্ব পালন করছেন বিচারিক ম্যাসজস্ট্রেটও। ভোট গ্রহণ শুরুর পর সকাল ৯টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

নরসিংদী

নরসিংদীর মনোহরদী পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ইভিএম এ ভোটগ্রহণ চলছে। নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

৯টি কেন্দ্রে ৯টি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স, দুটি গোয়েন্দা শাখা (ডিবি) টিম, ৭টি পুলিশ চেকপোস্ট, প্রতিটি কেন্দ্রে ৮ জন পুলিশ ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। 

মোট ৯টি ভোট কেন্দ্রের ৪০টি ভোট কক্ষে এবারই প্রথম ইভিএম এ ভোট দিচ্ছেন এই পৌরসভার ভোটাররা। এখানে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৭ শত ৯৮। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৫ শত ৮০, নারী ৭ হাজার ২ শত ১৮।

দ্বিতীয় শ্রেণির মনোহরদী পৌরসভায় এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

 

 

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট