X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফাইজারের টিকা পেতে দেরি হওয়ায় ক্ষুব্ধ ইউরোপ

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২১, ১৭:১৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২৩:৪৮
image

প্রত্যাশার চেয়ে অনেক কম পরিমাণে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান ফাইজারের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা সরবরাহ পাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি দেশ। ছয়টি দেশ এই পরিস্থিতিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে সতর্ক করে বলেছে, এতে টিকা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা কমে যেতে পারে। ফাইজার-বায়োএনটেকের ওপর চাপ বাড়াতে ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছে সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া। তবে ফাইজার দাবি করেছে কম সরবরাহ করার বিষয়টি একটি সাময়িক ইস্যু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কেবলমাত্র ফাইজারের টিকার ওপর নির্ভর করছে না ইউরোপীয় ইউনিয়ন। অঞ্চলটির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আরেক মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান মডার্নার টিকাকেও অনুমোদন দিয়েছে। তারপরও অঞ্চলটিতেন টিকাদান কর্মসূচির গতি ধীর হয়ে পড়েছে।

শুক্রবার ফাইজারের এক বিবৃতিতে বলা হয়েছে, উৎপাদন বাড়ানোয় গতি আনতে উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তন আনায় সরবরাহে বিঘ্ন ঘটছে। ফাইজার বলছে, ‘এর কারণে জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুতে সরবরাহে বিঘ্ন ঘটলেও ফেব্রুয়ারির শেষ দিকে এবং মার্চে রোগীদের জন্য পর্যাপ্ত ডোজের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে।’

তবে ফাইজারের ঘোষণাকে অবিশ্বাস্য এবং নিন্দাজনক আখ্যা দিয়েছে জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দাবি মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত সরবরাহের তারিখ ঠিক রাখতে প্রতিশ্রুতিবদ্ধ কোম্পানিটি।

ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ফাইজারের প্রধান নির্বাহী আশ্বস্ত করেছেন যে বছরের প্রথম তিন মাসের প্রতিশ্রুতি সরবরাহ সময়মতো নিশ্চিত করা হবে। গত সপ্তাহে ভন ডার লিয়েন জানান ফাইজার এই বছর ইউরোপীয় ইউনিয়নে ৬০ কোটি ডোজ টিকা সরবরাহে সম্মত হয়েছে। যা প্রাথমিক প্রতিশ্রুতির চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ।

/জেজে/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না