X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

টিকাদানে অবসরপ্রাপ্ত চিকিৎসকদেরও যুক্ত করার পরিকল্পনা বাইডেনের

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২১, ১৮:২৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২৩:৪৮
image

করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রমে গতি আনতে নিজের পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেন। সিরিঞ্জসহ টিকাপ্রদানের প্রয়োজনীয় সরঞ্জাম উৎপাদন বৃদ্ধির নির্দেশ দেবেন তিনি। এছাড়া বাইডেনের পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রীয় দুর্যোগ প্রশমন কর্মীরা স্থাপন করবেন হাজার হাজার টিকাদান কেন্দ্র। এসব কেন্দ্রগুলোতে শিক্ষক, মুদি দোকানদার, ৬৫ বছরের বেশি বয়সী এবং বর্তমানে অযোগ্য বিবেচিত হওয়া হাজার হাজার মানুষকে টিকা প্রদান করবেন অবসরপ্রাপ্ত চিকিৎসকেরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। তারপরেও দেশটিতে প্রতিদিনই বাড়ছে এই মহামারিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। নির্বাচিত হওয়া জো বাইডেন বলছেন, ডোনাল্ড ট্রাম্পের শুরু করা কর্মসূচি ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে। তার তা কাটিয়ে উঠতে নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন তিনি।

টিকা প্রদান সামগ্রীর উৎপাদন বাড়াতে ডিফেন্স প্রডাকশন অ্যাক্ট সচল করার পরিকল্পনা করছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেন। তার ট্রানজিশন টিমের প্রকাশ করা নথি অনুযায়ী এই আইন সচলের মাধ্যমে কাঁচের ভায়াল, সূচ এবং সিরিঞ্জ উৎপাদন বাড়ানো হবে। এছাড়া ভ্যাকসিন সংরক্ষণ এবং বিতরণের ক্ষেত্রেও আইনটি ব্যবহার করবেন তিনি।

জো বাইডেন বলেছেন, কেন্দ্রীয় দুর্যোগ প্রশমন সংস্থাকে এক মাসের মধ্যে একশ’ টিকাদান কেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়া হবে। এসব কেন্দ্রে লাখ লাখ মানুষকে টিকা দেওয়া যাবে বলে জানান তিনি। তিনি বলেন, পাড়ায় পাড়ায় থাকা ফার্মাসিটিগুলোকেও টিকাদান কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করা হবে।

তবে বাইডেন স্বীকার করে নেন এইসব পদক্ষেপ নেওয়ার পরও যুক্তরাষ্ট্রে ভাইরাসটিকে নিয়ন্ত্রণ করতে সময় লাগবে। তিনি বলেন, আসল সত্যি হচ্ছে পরিস্থিতি ভালো হওয়ার আগে খুবই খারাপ হতে থাকবে।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা