X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গ্রীষ্মে ফের লো ভোল্টেজে পড়বে উত্তরাঞ্চল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২১, ১৯:২৪আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৯:২৪

দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণে জোড়াতালিতে শীত পার করলেও গরমে ফের লো ভোল্টেজ নিয়ে শঙ্কায় রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। শনিবার (১৬ জানুয়ারি) পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ার (ইপি) আয়োজিত ওয়েবিনারে এই শঙ্কার কথা জানিয়েছেন খোদ পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণে চ্যালেঞ্জ শীর্ষক ওয়েবিনারে রাজশাহী সিটি মেয়র এ.এইচ এম. খায়রুজ্জামান (লিটন), পিজিসিবির নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ইয়াকুব এলাহি চৌধুরী, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, নেসকোর চেয়ারম্যান এ কে এম হুমাযূন কবির বক্তব্য রাখেন। ইপি সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন ওয়েবিনারটি সঞ্চালনা করেন।

প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, আমরা জানি উত্তরের জেলাগুলোতে আমরা মানসম্মত বিদ্যুৎ দিতে পারছি না। এরপরও যখন সেখানের মানুষ বলেন, তারা ভাল বিদ্যুৎ পাচ্ছেন তখন তাদের এই বিনয় আমাদের লজ্জিত করে। পিডিবির চেয়ারম্যান বলেন, বর্তমানে বিদ্যুৎ নিয়ে রাজশাহী ও রংপুর অঞ্চল বেশি কষ্টে আছে। মানসম্মত বিদ্যুৎ দিতে পারছি না। আমাদের মাথায় আছে। সেটি সমাধানের চেষ্টা করছি। রাজশাহী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সমস্যা সবেচেয়ে বেশি। এছাড়া ময়মনসিংহেও এই সমস্যা আছে। তবে ময়মনসিংহে বিদ্যুৎ সমস্যা সমাধান করা সহজ হলেও উত্তরাঞ্চলের সে তুলনায় সমস্যা অনেক বেশি।

তিনি জানান, সৈয়দপুরে বিদ্যুৎ কেন্দ্র বসানো হচ্ছে, ঠাকুরগাঁও ১১৫ মেগাওয়াট একটি বিদ্যুৎ কেন্দ্র আসার কথা। বিদেশি বিশেষজ্ঞদের কারণে দেরি হচ্ছে। এই কেন্দ্র না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান (লিটন) বলেন, শহরের পরিচ্ছনতার জন্য সকল বিদ্যুতের তার মাটির নিচে দিয়ে নিতে হবে। এজন্য একটি পাইলট প্রকল্প গ্রহণ করাতে নেসকোকে ধন্যবাদ জানান।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা