X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শ্রীপুর পৌরসভার চার বারের মেয়র আনিছুর

গাজীপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ০৪:১৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৪:১৭

গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনে মেয়র পদে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান (নৌকা)। নির্বাচনে ২৩ হাজার ৪৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান (ধানের শীষ) পেয়েছেন ১০ হাজার ৯৬ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফরহাদ আহমেদ মোমতাজী (হাতপাখা) পেয়েছেন তিন হাজার ৭৬১ ভোট। স্বতন্ত্র প্রার্থী শাহ আলম (জগ) পেয়েছেন তিন হাজার ৯২১ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ পৌর মেয়র, ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও তিনটি সংরক্ষিত আসনের বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এদিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রের বুথে প্রবেশ ও এজেন্টদের সঙ্গে কথা বলার অভিযোগে স্বতন্ত্র মেয়রপ্রার্থী শাহ আলমকে (জগ) আটকের দেড় ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে কেওয়া তমির উদ্দিন আলীম মাদ্রাসা (মাওনা চৌরাস্তা) কেন্দ্রে ভোট দিতে এসে লাইনে দাঁড়ানো অবস্থায় কেওয়া পশ্চিম খন্ড গ্রামের সোবাহান মুন্সীর ছেলে এমদাদা খলিফা (৭০) মৃত্যুবরণ করেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ ইস্তাফিজুল হক আকন্দ বলেন, দুপুর ২টার দিকে স্বতন্ত্র মেয়রপ্রার্থী শাহ আলমকে (জগ) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থানায় নিয়ে যান। ভোটকেন্দ্রের বুথে বুথে প্রবেশ ও এজেন্টদের সঙ্গে কথা বলার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সামিয়া জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পরে স্বতন্ত্র মেয়রপ্রার্থী শাহ আলমকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে এমদাদ খলিফা (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন বলেও জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি