X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অন্যের জন্য হৈমন্তী শুক্লার প্রথম সুর

বিনোদন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ১৬:৫৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২০:১৪

সমরজিৎ রায় ও হৈমন্তী শুক্লা ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে সুরের বিনিময় হলো বাংলাদেশের সমরজিৎ রায়ের। এবারই প্রথম অন্যের জন্য কোনও গানের সুর করলেন এই কিংবদন্তি।

গানটির নাম ‘কিছু কিছু রাত’। হৈমন্তীর সুরে এটি কণ্ঠে তুলেছেন সমরজিৎ রায়। দু’জনের এই সুরের বিনিময় আগেও হয়েছে, তবে সেটা বিপরীত দিক থেকে। তখন সমরজিতের কথা ও সুরে ‘তুমি ভোরের পাখির মতো’ শিরোনামের গানটি গেয়েছিলেন হৈমন্তী।

সমরজিৎ জানান, এর আগে হৈমন্তী শুক্লা নিজের জন্য কয়েকটি গানের সুর করলেও অন্য কারও জন্য এবারই প্রথম সুরকারের ভূমিকা পালন করলেন। ‘কিছু কিছু রাত’ শিরোনামের এই গানটি দিয়ে মৌলিক গানের শতক পূর্ণ হচ্ছে সমরজিৎ রায়ের।

হৈমন্তী শুক্লা এক ভিডিও বার্তায় বলেন, ‘সমরজিৎ আমার অত্যন্ত স্নেহের পাত্র। খুব গুণী ছেলে। ভালো সুর করে এবং লেখেও ভালো। ওর লেখা ও সুরে গান আমি গেয়েছি আগেই। আমার তখন থেকেই ওকে বেশ ভালো লেগেছে। সমরজিৎ একদিন বায়না করলো, একটা গানের সুর করে দিতে হবে ওর জন্য। ও অনেক ভালো গায় কোনও সন্দেহ নেই, কিন্তু আমি তো সুরকার নই। সুর করতে জানি না। আগে যে কিছু সুর করিনি তা নয়, তবে সেটা নিজের জন্য। এবার ওর বায়না রক্ষার জন্য আমি সুর করলাম। লেখাটাও বেশ ভালো লিখেছে সে।’

অন্যদিকে সমরজিৎ বলেন, ‘আমি ভীষণভাবে আবেগে আপ্লুত যে হৈমন্তী দিদির মতো এত বড়মাপের একজন শিল্পী আমার জন্য সুর করেছেন। এটা আমার জীবনে বিশাল প্রাপ্তি। ওনার সঙ্গে দ্বৈতকণ্ঠে গাইতে পারাটাও ছিল আমার কাছে স্বপ্নের মতো।’

‘কিছু কিছু রাত’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায় নিজেই। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু। গানটির শব্দগ্রহণে ছিলেন এ.বি. লিমন। মিক্সিং ও মাস্টারিং করেছেন গৌতম বসু। চিত্রগ্রহণে লেন্স প্লাস এবং ভিডিও সম্পাদনা করেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ।

গানটি প্রকাশ হবে ২৪ জানুয়ারি সমরজিৎ রায়-এর ইউটিউব চ্যানেলে। জানা গেছে, এদিন বাংলাদেশ সময় রাত ৯টায় বিবিপি টিভির ফেসবুক পেইজে এসে (www.facebook.com/bbpworldwide) লাইভে গানটি প্রকাশনার পাশাপাশি গানও শোনাবেন হৈমন্তী শুক্লা ও সমরজিৎ রায়।

হৈমন্তী শুক্লার সুর করা ও গাওয়া প্রথম গানটি প্রকাশ হয় ১৯৯৯ সালে। ‘গানই সর্বশ্রেষ্ঠ সাধনা’ শিরোনামের এই গানটি তখন বেশ শ্রোতাপ্রিয়তা পায়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা