X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নরওয়েতে ফাইজার ভ্যাকসিনে মৃত্যুর ঘটনায় বিবৃতি অস্ট্রেলীয় কর্তৃপক্ষের

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১, ১৭:১০আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৮:২১

নরওয়েতে ফাইজার ও বায়োএনটেকের টিকা নেওয়ার পর বয়স্ক ব্যক্তিদের প্রাণহানির ঘটনায় নিজ দেশের নাগরিকদের আশ্বস্ত করতে একটি বিবৃতি দিয়েছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। দেশটির থেরাপিউটিক গুড অ্যাডমিনিস্ট্রেশন (টিজিএ) জানিয়েছে, নরওয়েতে ৪০ হাজার প্রবীণ ব্যক্তির ওপর ফাইজারের ভ্যাকসিন প্রয়োগে প্রাণহানির ব্যাপারে তারা অবগত রয়েছে। মৃত্যুর ঘটনাগুলো খুব দুর্বল রোগীদের মধ্যে রেকর্ড করা হয়েছিল যার মধ্যে এমন কয়েকজন ছিলেন যারা সপ্তাহখানেক বা মাসখানেক বেঁচে থাকতে পারেন বলে ধারণা করা হয়েছিল।

থেরাপিউটিক গুডস অ্যাসোসিয়েশন (টিজিএ) হচ্ছে অস্ট্রেলিয়ায় চিকিৎসা সামগ্রীর নিয়ন্ত্রক সংস্থা। এটি মূলত অস্ট্রেলিয়ান স্বাস্থ্য বিভাগের একটি বিভাগ।

অস্ট্রেলিয়ার প্রধান ভ্যাকসিন নিয়ন্ত্রক বলেছেন যে, তার দেশ ইউরোপীয় নিয়ন্ত্রকদের সঙ্গে কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কিত যে কোনও ঝুঁকি তদন্তের জন্য কাজ চালিয়ে যাবে।

স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন, সরকার ব্যাপক সাবধানতার সঙ্গে অগ্রসর হচ্ছে‍। ফলে টিকাদানের ব্যাপারে আমাদের শিডিউলের কোনও পরিবর্তন হয়নি।

এদিকে নরওয়েতে ফাইজারের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা নেওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার দেশটির কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ২৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল সংবাদমাধ্যম ব্লুমবার্গ। সবশেষ তথ্য হাজির করে তারা বলছে, নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

প্রথমে যে ২৩ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল, তাদের সবার বয়স ছিল ৮০-এর বেশি। তবে নতুন করে যে ৬ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে, তাদের বয়স ৭৫ থেকে ৮০ বছরের মধ্যে।

শুক্রবার পর্যন্ত নরওয়েতে একক ভ্যাকসিন হিসেবে ফাইজারের টিকা প্রয়োগ করা হয়েছে। শনিবার ব্লুমবার্গের প্রশ্নের লিখিত জবাবে তাই দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ অভিযোগ করেছে, সবগুলো মৃত্যুর সঙ্গেই ফাইজারের টিকার সংশ্লিষ্টতা রয়েছে।

নরওয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এরইমধ্যে ১৩ জনের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হয়েছে।’ সবগুলো মৃত্যুই ‘বয়স্কদের, যারা টিকা নেওয়ার পর ভয়ানক শারীরিক সংকটের মুখোমুখি হয়েছিলেন।’ বাকী ১৬ জনের মৃত্যুর ঘটনাও তদন্তাধীন। সূত্র: স্কাই নিউজ অস্ট্রেলিয়া।

/এমপি/
সম্পর্কিত
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সিডনির গির্জায় ছুরিকাঘাতকে সন্ত্রাসী হামলা ঘোষণা
সর্বশেষ খবর
রাজনৈতিক সম্পর্ক জোড়ালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোড়ালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ