X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

নরওয়েতে ফাইজার ভ্যাকসিনে মৃত্যুর ঘটনায় বিবৃতি অস্ট্রেলীয় কর্তৃপক্ষের

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১, ১৭:১০আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৮:২১

নরওয়েতে ফাইজার ও বায়োএনটেকের টিকা নেওয়ার পর বয়স্ক ব্যক্তিদের প্রাণহানির ঘটনায় নিজ দেশের নাগরিকদের আশ্বস্ত করতে একটি বিবৃতি দিয়েছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। দেশটির থেরাপিউটিক গুড অ্যাডমিনিস্ট্রেশন (টিজিএ) জানিয়েছে, নরওয়েতে ৪০ হাজার প্রবীণ ব্যক্তির ওপর ফাইজারের ভ্যাকসিন প্রয়োগে প্রাণহানির ব্যাপারে তারা অবগত রয়েছে। মৃত্যুর ঘটনাগুলো খুব দুর্বল রোগীদের মধ্যে রেকর্ড করা হয়েছিল যার মধ্যে এমন কয়েকজন ছিলেন যারা সপ্তাহখানেক বা মাসখানেক বেঁচে থাকতে পারেন বলে ধারণা করা হয়েছিল।

থেরাপিউটিক গুডস অ্যাসোসিয়েশন (টিজিএ) হচ্ছে অস্ট্রেলিয়ায় চিকিৎসা সামগ্রীর নিয়ন্ত্রক সংস্থা। এটি মূলত অস্ট্রেলিয়ান স্বাস্থ্য বিভাগের একটি বিভাগ।

অস্ট্রেলিয়ার প্রধান ভ্যাকসিন নিয়ন্ত্রক বলেছেন যে, তার দেশ ইউরোপীয় নিয়ন্ত্রকদের সঙ্গে কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কিত যে কোনও ঝুঁকি তদন্তের জন্য কাজ চালিয়ে যাবে।

স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন, সরকার ব্যাপক সাবধানতার সঙ্গে অগ্রসর হচ্ছে‍। ফলে টিকাদানের ব্যাপারে আমাদের শিডিউলের কোনও পরিবর্তন হয়নি।

এদিকে নরওয়েতে ফাইজারের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা নেওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার দেশটির কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ২৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল সংবাদমাধ্যম ব্লুমবার্গ। সবশেষ তথ্য হাজির করে তারা বলছে, নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

প্রথমে যে ২৩ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল, তাদের সবার বয়স ছিল ৮০-এর বেশি। তবে নতুন করে যে ৬ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে, তাদের বয়স ৭৫ থেকে ৮০ বছরের মধ্যে।

শুক্রবার পর্যন্ত নরওয়েতে একক ভ্যাকসিন হিসেবে ফাইজারের টিকা প্রয়োগ করা হয়েছে। শনিবার ব্লুমবার্গের প্রশ্নের লিখিত জবাবে তাই দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ অভিযোগ করেছে, সবগুলো মৃত্যুর সঙ্গেই ফাইজারের টিকার সংশ্লিষ্টতা রয়েছে।

নরওয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এরইমধ্যে ১৩ জনের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হয়েছে।’ সবগুলো মৃত্যুই ‘বয়স্কদের, যারা টিকা নেওয়ার পর ভয়ানক শারীরিক সংকটের মুখোমুখি হয়েছিলেন।’ বাকী ১৬ জনের মৃত্যুর ঘটনাও তদন্তাধীন। সূত্র: স্কাই নিউজ অস্ট্রেলিয়া।

/এমপি/
সম্পর্কিত
প্রথম রোজার তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই
অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ছে বাড়িঘর
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য বাড়াতে গুরুত্বারোপ
সর্বশেষ খবর
আলুর দাম বাড়ার কারণ কৃষি কর্মকর্তাদের কাছে জানতে বললেন প্রতিমন্ত্রী
আলুর দাম বাড়ার কারণ কৃষি কর্মকর্তাদের কাছে জানতে বললেন প্রতিমন্ত্রী
দেশের অর্থনীতিতে বিরাট সম্ভাবনা নিয়ে কাজ করছে নৌ মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী
দেশের অর্থনীতিতে বিরাট সম্ভাবনা নিয়ে কাজ করছে নৌ মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার