X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনে ভয়ংকর ফিটিংবাজ ও ছিনতাই চক্র

আমানুর রহমান রনি
১৭ জানুয়ারি ২০২১, ১৮:১৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৯:০৫

রাজধানীর মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যান (বোটানিক্যাল গার্ডেন) ও জাতীয় চিড়িয়াখানা ঘিরে গড়ে উঠেছে ভয়ংকর ফিটিংবাজ ও ছিনতাই চক্র। তারা নিজেদের কখনও পুলিশ আবার কখনও সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে আসা আগত দর্শনার্থীদের ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি করে। চাঁদা না পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল করে দেওয়া বা থানায় নিয়ে যাওয়ার হুমকিও দেয় তারা।

চক্রটির ভয়ে সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি আতঙ্কে আছেন চিড়িয়াখানা ও জাতীয় উদ্ভিদ উদ্যানের কর্মকর্তারাও। চক্রটি এসব কর্মকর্তার বিরুদ্ধে ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন কথিত অনলাইনে মনগড়া সংবাদ ছড়িয়ে সামাজিকভাবে হেয় করার হুমকি দিয়ে আসছে। এমনই এক চক্রের বিরুদ্ধে মামলা করেছে বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, চক্রটির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জাতীয় উদ্ভিদ উদ্যানের রেঞ্জ কর্মকর্তা (পূর্ব) মজিবুর রহমান বাদী হয়ে ডিএমপির শাহ আলী থানায় চক্রের ৭ সদস্যকে আসামি করে একটি চাঁদাবাজির  মামলা দায়ের করেছেন। চক্রটি চাঁদাবাজি করার সময় হাতেনাতে গ্রেফতার হয়েছে।

মামলার আসামিরা হলেন, দৈনিক ভোরের আলোর সাংবাদিক পরিচয় দেওয়া জাহিদুল ইসলাম ওরফে সোহাগ,  দৈনিক খবর বাংলাদেশের ক্রাইম রিপোর্টার পরিচয় দেওয়া এরশাদ হোসেন, দৈনিক ভোরের আলোর স্টাফ রিপোর্টার পরিচয় দেওয়া লিটন, দৈনিক খবর বাংলাদেশের ক্রাইম রিপোর্টার পরিচয় দেওয়া রেজাউল করিম, এশিয়ান টেলিভিশনের ক্যামেরাম্যান পরিচয় দেওয়া আলতাফ, এশিয়ান টেলিভিশনের ক্যামেরাম্যান পরিচয়ধারী জাকির ও দৈনিক খবর বাংলাদেশের ক্যামেরাম্যান পরিচয়ধারী সুশীল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আনুমানিক দুপুর ২টা ২৫ মিনিটের  দিকে জাতীয় উদ্ভিদ উদ্যানের ভেতরে মাধবী রেস্ট কর্নারের পিছনে পাকা বেঞ্চে বসে গল্প করছিল এক যুবক ও তার বান্ধবী। এ সময় সাংবাদিক পরিচয় দেওয়া জাহিদুল ইসলামসহ ৬ জন ব্যক্তি ক্যামেরাসহ মোটরসাইকেল নিয়ে ভিকটিমদের কাছে এসে দাঁড়ায়। তারা তাদের এক জায়গায় দাঁড়িয়ে রেখে মোবাইল ফোনে ছবি তুলতে শুরু করে। আসামিদের মাঝে লম্বা করে একজনকে পুলিশের এসআই পরিচয় করিয়ে দিয়ে জাহিদুল ইসলাম বলেন, তাকে টাকা দিতে হবে। না হলে বিপদে পড়তে হবে। এমনকি মামলা দিয়ে হাজতে নিয়ে যাবে। ভিকটিম টাকা না দিতে চাইলে ছবিগুলো ভাইরাল করে দেবে বলে হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিমরা ২০০ টাকা দেওয়ার কথা স্বীকার করে। একপর্যায়ে ৩০০ টাকা নিতে রাজি হয় সাংবাদিক পরিচয় দেওয়া চাঁদাবাজরা। ৩০০ টাকা হাতে নিয়ে তাদের আবারও হুমকি দেয়।

ভিকটিমরা ভয় পেয়ে বিষয়টা জাতীয় উদ্ভিদ উদ্যানের দারোয়ানকে জানায়। দারোয়ান বিষয়টি তাৎক্ষণিক কর্তৃপক্ষকে অবগত করে। পরে কর্তৃপক্ষ ভিকটিমদের সঙ্গে নিয়ে ওই প্রতারকদের একজনকে ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যায়। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ওই ব্যক্তি জানান, এই এলাকার দৈনিক খবর বাংলাদেশের সম্পাদক পরিচয়ধারী জাকির হোসেন এবং রিপোর্টার পরিচয়ধারী শহীদ এনামুল হক ইমন, সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দেওয়া আলাউদ্দিনসহ অনেকেই জাতীয় উদ্ভিদ উদ্যান, জাতীয় চিড়িয়াখানায় ঢুকে মাদক সেবন ও বিক্রি করে। তারা দর্শনার্থীদেরও ব্ল্যাকমেইল করে।

মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপ-পরিদর্শক (এস আই) মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, জাতীয় উদ্যান কর্তৃপক্ষ একজন চাঁদাবাজকে আট করে মামলা দিয়েছে। আমরা মামলা তদন্ত করছি।

/এআরআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন