X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দ্বাদশ জুডিশিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আতিক, সেক্রেটারি মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ১৯:০৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২১:৫৩

দ্বাদশ জুডিশিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২০-২০২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বরিশালের সহকারী জজ আতিক জামান এবং সেক্রেটারি পদে মৌলভীবাজারের সহকারী জজ মুমিনুল হক সুজন নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৭ জানুয়ারি) নির্বাচনি ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী সিফাত উল্লাহ, মোস্তাফিজুর রহমান, এমএন হারুন এবং মতিউর রহমান রিপন। এর আগে গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দ্বাদশ জুডিশিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের ১০০ সদস্য গোপন কোডের মাধ্যমে ভার্চুয়ালি তাদের ভোটাধিকার প্রদান করেন।

সংগঠনের পক্ষে জানানো হয়, দ্বাদশ জুডিশিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে বরিশালের সহকারী জজ আতিক জামান, সহ- সভাপতি পদে গাইবান্ধার সহকারী জজ মো. ওবায়দুল হক রুমি, সেক্রেটারি পদে মৌলভীবাজারের সহকারী জজ মুমিনুল হক সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বগুড়ার সহকারী জজ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক পদে পিরোজপুরের সহকারী জজ আজহার নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মো. হাসিবুজ্জামান এবং তথ্য প্রযুক্তি, প্রচার ও গণসংযোগ বিষয়ক সম্পাদক পদে সুদীপ্ত তালুকদার নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) মাধ্যমে সহকারী জজ নিয়োগ দেওয়া হয়। সে অনুসারে অ্যাসোসিয়েশনের ১২তম ব্যাচের অধীনে ‘১২তম জুডিশিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশন’ ২০২০-২০২১ সেশনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো। মূলত অ্যাসোসিয়েশনে মোট ১৩টি পদ থাকলেও ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অবশিষ্ট ৬টি পদে সাংগঠনিক নিয়ম অনুসারে কমিটির সদস্য সংগ্রহ করা হবে।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি