X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১, ২০:৩৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২০:৩৮

প্রথম টেস্টে প্রথম ইনিংসের ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু প্রথম ইনিংসে স্বাগতিকদের এতোটাই বাজে ব্যাটিং হয়েছে, সেখান থেকে ম্যাচ জেতা বেশ কঠিনই। অথচ স্কোরবোর্ডে আরও কিছু রান থাকলে পঞ্চম দিনটা আরও রোমাঞ্চকর হওয়ার সুযোগ ছিল। চতুর্থ দিন শেষে গল টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড।

রবিবার ম্যাচের চতুর্থ দিনে পর্যাপ্ত আলো না থাকার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা থামিয়ে দিতে বাধ্য হয়েছেন আম্পায়ার কুমার ধর্মসেনা। শেষ সেশনে মাত্র ৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৮ রান তুলতেই ইংল্যান্ড ৩ উইকেট হারিয়েছে। জয় নিশ্চিত করতে আগামীকাল আর ৩৬ রান তুলতে হবে ইংল্যান্ডকে।

অবশ্য জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারের শেষ বলেই উইকেট হারায় ইংল্যান্ড। এম্বুলদেনিয়ার স্টাম্পে পড়া বল ছেড়ে দিয়ে ক্লিন বোল্ড হন ডম সিবলি (২)। এরপর এম্বুলদেনিয়ার পঞ্চম ওভারে অযথা মারতে গিয়ে ক্রলি ফেরেন ৮ রানে। এক ওভার পরে প্রথম ইংনিংসে ২২৮ রানের ঝমলমে ইনিংস খেলা জো রুট রান আউটের শিকার হয়েছেন।

তার আগে লাহিরু থিরিমান্নের সঙ্গে চতুর্থ দিন শুরু করেন নাইটওয়াচম্যান এম্বুলদেনিয়া (০)। তখন দলের রান ছিল ২ উইকেটে ১৫৬ রান। নাইটওয়াচম্যানের বিদায়ের পর লাহিরু থিরিমান্নের সেঞ্চুরি (১১১) ও অ্যাঞ্জেলো ম্যাথুসের (৭১) হাফসেঞ্চুরির সুবাদে একপর্যায়ে ৫ উইকেটে ২৯১ রান করে ফেলেছিল লঙ্কানরা। শেষ পর্যন্ত ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় স্বাগতিকদের প্রথম ইনিংস থামে ৩৫৯ রানে। তাতেই ৭৩ রানের লিড পায় লঙ্কানরা।

সামান্য এই রানের পেছনে ছুটতে গিয়ে ৩ উইকেট হারিয়ে মানসিকভাবে নড়বড়ে অবস্থায় রয়েছে ইংলিশরা। ফলে লঙ্কানরা চাইলে আক্ষেপ করতেই পারে, কেন প্রথম ইনিংসটা তাদের ভালো হলো না, একই সঙ্গে লিডটাও কেন সমৃদ্ধ হলো না।

এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয়েছে ১৩৫ রানে। জবাবে ইংল্যান্ড করেছে ৪২১ রান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী