X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

টিকা নিয়ে শঙ্কা কাটাতে পারছে না স্বাস্থ্য অধিদফতর

জাকিয়া আহমেদ
১৮ জানুয়ারি ২০২১, ১৫:০০আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০৯:১৫

চলতি মাসেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দেশে পৌঁছানোর কথা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা কোভিশিল্ড। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে টিকা দেওয়া শুরু হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ইতোমধ্যে এ সংক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। কারা টিকা পাবে সে তালিকাও নির্ধারণ করা হয়েছে। তবু দেশজুড়েই টিকা নিয়ে কাজ করছে শঙ্কা। পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কায় অনেকেই বলছেন, তারা টিকা নিতে আগ্রহী নন।

বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিয়ে মানুষের শঙ্কা দূর করতে এখনও সক্ষম হয়নি স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতর। তারা এই কাজ না পারলে ফলাফল আশাব্যঞ্জক হবে না।

স্বাস্থ্য অধিদফতর বলছে, সব টিকাতেই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যতিক্রম নয়। তবে এখন পর্যন্ত এ টিকার বড় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরীক্ষামূলক প্রয়োগে যতটুকু সাইড এফেক্ট দেখা গেছে তা নিয়ে আতঙ্কের কিছু নেই। ভারতে এ টিকার প্রয়োগে নজর রাখছে বাংলাদেশ। সেখান থেকেও অভিজ্ঞতা পাওয়া যাবে বলে জানিয়েছে অধিদফতর।

১৭ জানুয়ারি থেকে ভারতে করোনাভাইরাসের ভ্যাকসিন কর্মসূচির প্রথম দিন ১ লাখ ৯১ হাজার মানুষ প্রথম ডোজ পেয়েছে। এনডিটিভি জানিয়েছে, প্রথম দিনে প্রায় তিন লাখ মানুষকে টিকা দেওয়ার কথা ছিল। তবে মানুষের দ্বিধাদ্বন্দ্বের কারণে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।

এদিকে, ভারতের সেরাম ইনস্টিটিউট তাদের ওয়েবসাইটে বলেছে, টিকা নেওয়ার পর হালকা গা ব্যথা, সামান্য জ্বর, চুলকানি, টিকা দেওয়ার স্থান ফুলে ওঠা, ঠান্ডা লাগা, বমি ভাব, মাথাব্যথা, অসুস্থ বা ক্লান্তিবোধ করার মতো লক্ষণ দেখা দিতে পারে। সেরাম জানিয়েছে, টিকা নেওয়া প্রতি ১০ জনের মধ্যে একজনের এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

পেট ব্যথা, অতিরিক্ত ঘাম, মাথা ঘোরা, শরীরে ফুসকুড়ি ওঠার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে এক শতাংশের মধ্যে। মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে যা ঘটতে পারে তা হলো শ্বাস নিতে কষ্ট হওয়া কিংবা মারাত্মক জ্বর।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় পার্শ্বপ্রতিক্রিয়ার হার খুবই কম জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিতরণ বিষয়ক কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, ‘পরীক্ষামূলক প্রয়োগে পার্শ্বপ্রতিক্রিয়ার হার দুই থেকে তিন শতাংশের মতো দেখা গেছে। তবে যেকোনও টিকার ক্ষেত্রেই মাইল্ড থেকে মডারেট বা সিভিয়ার সাইড এফেক্ট হতে পারে। টিকা দেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া এবং অন্যান্য পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। এটাকে আমরা বলি, আফটার ইফেক্ট ফলোয়িং ইমিউনাইজেশন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে শিশু ও বড়দের যে টিকা দেওয়া হয় সেখানে এনাফাইলেক্সিস বলে একটা কথা রয়েছে। এটি একটি মারাত্মক প্রতিক্রিয়া। তবে এর আবার বিভিন্ন ধাপ রয়েছে। টিকাদান কেন্দ্রে যারা থাকবেন, তাদের এই বিষয়গুলো সম্পর্কে জানাতে হবে।’

ভারতের টিকা প্রয়োগের দিকে নজর রাখা হচ্ছে জানিয়ে ডা. শামসুল হক বলেন, ‘ওখানকার পরিস্থিতি আমাদের জন্য ট্রায়ালের মতো। সেগুলো দেখার পর আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।’

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ও করোনা টিকা বিতরণ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমার মনে হয় খুব কম মানুষের ক্ষেত্রে এ আশঙ্কা থাকবে। যেকোনও ওষুধের ক্ষেত্রেই এ আশঙ্কা থাকে। মোবাইল টিম থাকবে। টিকাদান কেন্দ্রে জরুরি কোনও ওষুধ লাগলে দ্রুত তা জোগাড় করার ব্যবস্থাও থাকবে।’

মানুষের মধ্যে টিকা নিয়ে বিভিন্ন কারণে শঙ্কা রয়েছে এবং এটা থাকবে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের গঠিত পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল। তিনি বলেন, ‘সেরাম ইনস্টিটিউট এই টিকার তৃতীয় ধাপের ট্রায়াল করেছে সীমিত আকারে। আমাদের দেশেও একটা সীমিত আকারের ট্রায়ালের দরকার ছিল। এর সাইড এফেক্ট কী হবে সেটা দৃশ্যমান নয়। মনে হচ্ছে স্বাস্থ্য অধিদফতর টিকা নিয়ে তাড়াহুড়ো করছে। একজন মানুষেরও যদি মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, তখন দেখা যাবে পুরো কার্যক্রমই বন্ধ হয়ে যাবে।’

এ ভ্যাকসিন নিয়ে শঙ্কার কারণ নেই, বললেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান। মানুষের শঙ্কা কাটাতে স্বাস্থ্য বিভাগের প্রচারণা চালানো উচিত বলে মনে করেন তিনি। ‘এখানে ঘাটতি রয়েছে। একইসঙ্গে গণমাধ্যমে স্বাস্থ্য অধিদফতর এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের এ সম্পর্কে বক্তব্য দেওয়ার সময় আরও সতর্ক ও সচেতন থাকা উচিত। যেকোনও ভ্যাকসিন দিলেই হালকা জ্বর বা ব্যথা হয়, এটি মানুষকে বোঝাতে হবে’- জানালেন ডা. জাহিদুর রহমান।

এদিকে গণমাধ্যমকর্মী আমীন আল রশীদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশে করোনার টিকা আসবে। সরকার বিনামূল্যেই দেবে। ডাক্তার, নার্স, পুলিশ ও সাংবাদিকদের একটি বড় অংশ টিকা নেবেন। কিন্তু দেখবেন, এর বাইরে বিশাল জনগোষ্ঠী সুযোগ থাকার পরও টিকা নেবে না।’

তার এই স্ট্যাটাসে কমেন্ট করেছেন অন্তত ১০ জন। নয়জনই ‘টিকা নেবো না’ বলে মন্তব্য করেছেন।

মানুষের মধ্যে এই শঙ্কা কেন জানতে চাইলে আমীন আল রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের মানুষ ইতিবাচক অর্থে একটু ডেমকেয়ার। আর এই নির্লিপ্ত ভাবের কারণে ইউরোপ-আমেরিকায় করোনার ভয়ানক অবস্থা হলেও দেখা যাবে লোকজন টিকা নেবে না। আবার টিকা দেওয়ার ক্ষেত্রে অব্যবস্থাপনার কারণেও দেখা যাবে অনেকে নিতে আগ্রহ হারাবেন। করোনার শুরুর দিকে নমুনা পরীক্ষা করতে গিয়েও আমরা এমনটা দেখেছি।’

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই