X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বার্সার হারের দিনে ‘প্রথম’ লাল কার্ড মেসির

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২১, ১১:০৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৩:২৫

জয়ের কাছে পৌঁছেও স্প্যানিশ সুপার কাপ জেতা হয়নি বার্সেলোনার। ফাইনালে মেসি ফেরার পরেও অ্যাথলেটিক বিলবাওর কাছে তারা হেরেছে ৩-২ গোলে।

অথচ ম্যাচের আগেও নিশ্চিত ছিল না প্রাণভোমরা মেসি এই ম্যাচে খেলতে পারবেন কিনা। মেসি অবশ্য নেমেছেন শুরুর একাদশেই। নেমেও গোলের দেখা পেলেন না। বরং বার্সা ক্যারিয়ারে যা তাকে দেখতে হয়নি, সেটিই হয়েছে অতিরিক্ত সময়ের শেষ দিকে। বার্সা ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন।

অথচ বার্সাকে এগিয়ে নিতে মেসিরই ভূমিকা ছিল বেশি। বাম প্রান্ত থেকে মেসির দেওয়া ক্রস প্রতিপক্ষের বাধায় পড়লে বল পেয়ে যান আন্তোয়ান গ্রিজমান। জালে বল পাঠাতে ভুল করেননি ফরাসি তারকা। দুই মিনিট পরই এর জবাব দিয়েছে বিলবাও। মার্কোসের গোলে স্কোরে সমতা চলে আসে।

বিরতির পর আরও একটি গোল পেয়ে গিয়েছিল বিলবাও। রাউল গার্সিয়া হেড করে জাল কাঁপালে ভার রিভিউতে অফসাইডের কারণে বাতিল হয় তা। তবে খেলার ধারায় ৭৭ মিনিটে আবারও বার্সাকে এগিয়ে নিয়েছিলেন গ্রিজমান। এর পর ১৪তম বারের মতো সুপার কাপ জেতার উৎসব থেকে কয়েক সেকেন্ড দূরে ছিল কাতালানরা। কিন্তু ৯০ মিনিটে নাটকীয়ভাবে বিলবাওকে সমতায় ফিরিয়ে দেন বদলি খেলোয়াড় আসিয়ের।

নির্ধারিত সময়ের খেলা অতিরিক্ত সময়ে গড়ালে বিলবাও জয় সূচক গোল তুলে নেয় ৯৩ মিনিটেই। ইনাকি উইলিয়ামস কোনাকুনি শটে জাল কাঁপিয়ে এগিয়ে নেন দলকে। এর পর গোল পায়নি বার্সা। উল্টো শ্বাসরুদ্ধকর এই ম্যাচের শেষ দিকেই অপ্রত্যাশিত এক কাণ্ড করে বসেন মেসি। ১২০+১ মিনিটে আসিয়েরকে হাত দিয়ে মাথার পেছনে আঘাত করলে ভার রিভিউ দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি! যা মেসির বার্সা ক্যারিয়ারের প্রথম লাল কার্ড। এর আগে অবশ্য দুবার লাল কার্ড দেখলেও সেটি ছিল আর্জেন্টিনার হয়ে। যার প্রথমটি তার আন্তর্জাতিক অভিষেকের সময় ২০০৫ সালে, আরেকটি ২০১৯ সালের কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণীতে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা