X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
১৭০ বছর পর ঢাকাই মসলিন

৫০০ কাউন্ট মানে কী?

কাজী ফারহান হোসেন পূর্ব
১৮ জানুয়ারি ২০২১, ১৫:৩৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৫:৩৮

প্রায় ১৭০ বছর পর বাংলাদেশে আবার বোনা হলো ঢাকাই মসলিন শাড়ি। এর আগ পর্যন্ত আমাদের কাছে 'আংটির ভিতর দিয়ে গলে যাওয়া আস্ত একটি শাড়ি' ছিল রূপকথারই গল্প। কিন্তু বাংলাদেশের একদল গবেষকের প্রায় ছয় বছরের আপ্রাণ চেষ্টায় রূপকথাকে করেছেন বাস্তব। তৈরি হলো তাঁতিদের হাতেকাটা ৫০০ কাউন্টের মিহি সুতার ছয়টি মসলিন শাড়ি। কিন্তু এই ৫০০ কাউন্ট বলতে কী বোঝায়? যা কিনা সহজে পুরে দেওয়া যায় দিয়াশলাইয়ের বাক্সে?

সুতার কাউন্ট দিয়ে একটি সুতা কতটুকু মোটা বা চিকন তা বোঝানো হয়। কাউন্ট দুই ধরনের হতে পারে- ডিরেক্ট এবং ইনডিরেক্ট কাউন্ট। ইনডিরেক্ট কাউন্টে সংখ্যাটা যত বড় হয়, সুতা তত চিকন। প্রাকৃতিক আঁশ থেকে তৈরি সুতার জন্য ব্যবহার করা হয় ইনডিরেক্ট কাউন্ট। যেহেতু আমাদের মসলিন কাপড়ের সুতা তৈরি হয় ফুটি কার্পাস থেকে যা প্রাকৃতিক, তাই এর কাউন্টের হিসাব হয় এ পদ্ধতিতে। এ কাউন্টের মধ্যে সবচেয়ে প্রচলিত হল ইংলিশ কাউন্ট। ইংলিশ কাউন্ট অনুযায়ী আমরা হিসাব করি এক পাউন্ডে কত হ্যাংক সুতা আছে। এক হ্যাংক মানে হচ্ছে ৮৪০ গজ। তো ৫০০ কাউন্টের মানে হলো এক পাউন্ড সুতার দৈর্ঘ্য ৫০০ হ্যাংক অর্থাৎ ৫০০ গুণ ৮৪০ গজ বা ৪,২০,০০০ গজ সুতা আছে! অর্থাৎ, ৫০০ কাউন্টের মসলিন সুতার ক্ষেত্রে মাত্র এক পাউন্ড বা প্রায় আধা কেজি সুতার দৈর্ঘ্য হবে ৪,২০,০০০ গজ! তুলনা করলে বলা যায় এক পাউন্ড মসলিন সুতার দৈর্ঘ্য ৪৩টি এভারেস্টের সমান!

সুতরাং বুঝতেই পারছেন যে প্রায় আধা কেজির কোনও বস্তুকে ৪৩টি এভারেস্টের সমান হতে হলে কতটা চিকন হতে হবে! আমাদের গর্বের মসলিন সুতা ঠিক ততটাই চিকন। এজন্যই সপ্তদশ শতকের ফরাসি রত্ন ব্যবসায়ী ও পরিব্রাজক জাঁ-বাপতিস্ত তাভের্নিয়ে ঢাকাই মসলিন হাতে নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ‘মনে হয়, একটা মাকড়সার জাল, এতই সূক্ষ্ম যে হাতে ধরলে বোঝাই যায় না, কী ধরেছি হাতে!’

যেখানে ৩০০ কাউন্টের সুতা দিয়ে কাপড় তৈরি করাই ভয়ানক কঠিন, সেখানে ৫০০ কাউন্টের শাড়ি তৈরি ছিল আকাশকুসুম কল্পনা। কিন্তু সব অসম্ভবকে সম্ভব করেই ২০২০ সালের শেষে এসে পুনরুজ্জীবীত হল আমাদের গৌরবের ঐতিহ্য ঢাকাই মসলিন

/এফএ/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!