X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চাপ নিচ্ছেন না মেহেদী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২১, ১৬:২১আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৬:২১

টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গেছে শেখ মেহেদী হাসানের। এখন অপেক্ষা ৫০ ওভারের ক্রিকেটের। অবশ্য কুড়ি ওভারের ক্রিকেটে মেহেদীর পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ৪ ম্যাচে ১ উইকেট আর ১১ রান এসেছে তার ব্যাট থেকে। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট ও বল হাতে দারুণ ফর্মে থাকায় তার ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।

সাম্প্রতিক সময়ে যে কোন পজিশনে নির্ভার হয়ে সাবলীল ব্যাটিং করতে পারছেন মেহেদী। এখন স্বাভাবিকভাবেই তার কাছ থেকে সেরাটা চাইছেন নির্বাচকরা। মেহেদী কি এটাকে চাপ মনে করছে? এমন প্রশ্নের জবাবে তার উত্তর, ‘না এটা আসলে অনুপ্রেরণা। চাপ হবে কেন? যেহেতু আমরা ক্রিকেটার, চাপ নেওয়ার কিছু নেই। কঠোর পরিশ্রম করছি, চেষ্টা করছি, এটা আমাদের অনেক কিছু। চাপ নিতে হলে সেটা ম্যাচের ভেতরে প্রভাব পড়ে, ম্যাচের বাইরে চাপটা সেভাবে আসে না।’

বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নৈপুণ্য দিয়েই  ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী মেহেদী। গতকাল তিনি আরও বলেছেন, ‘অবশ্যই পরিশ্রম করে আসছি বাংলাদেশ দলে খেলার জন্য। প্রথমে তো আমার টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে, এখন ওয়ানডেতে সুযোগ এসেছে। দেখা যাক, কী হয়।’

সেক্ষেত্রে সেরা একাদশে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেবেন এই ক্রিকেটার, ‘সেরা একাদশে সুযোগ পেলে, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। যেহেতু আমি বোলিং করতে পারি, ব্যাটিং করতে পারি, তাই যেখানেই সুযোগ আসে চেষ্টা করবো কাজে লাগাতে।’ সে জন্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই সেরা হওয়ার লক্ষ্য তার, ‘অবশ্যই যেহেতু অলরাউন্ডার, চেষ্টা থাকবে তিন বিভাগে ভালো করতে। আমার তরফ থেকে তো ১০০% চেষ্টাই থাকবে।’

২০১৬ সালে প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মেহেদী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন। এর পরেই নির্বাচকদের নজরে আসেন খুলনার ছেলে মেহেদী। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে