X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৫ জেলায় অবৈধ ইটভাটা বন্ধের প্রতিবেদন হাইকোর্টে

বাংলা টিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২১, ১৬:৩০আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৬:৩০

২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ঢাকাসহ পার্শ্ববর্তী ৫ জেলায় অভিযান চালিয়ে ৫৯টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। একইসঙ্গে দুইটি টায়ার ও ব্যাটারি রিসাইক্লিং কারখানা বন্ধ করা হয় বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা করেছে পরিবেশ অধিদফতর।

সোমবার (১৮ জানুয়ারি) সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা ছাড়া অন্য ৪ জেলা হলো—গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ। এসব জেলায় বায়ুদূষণ রোধে যানবাহনের ক্ষতিকর ধোঁয়া, রাস্তার পাশে অপরিকল্পিত নির্মাণ সামগ্রী রাখা, অবৈধ ইটভাটা, টায়ার ও ব্যাটারি রিসাইক্লিং কারখানার বিরুদ্ধে ৩০টি অভিযান চালিয়ে মোট ১৮৯টি মামলা করা হয়। এছাড়া প্রায় দুই কোটি টাকা জরিমান আদায় করা হয়েছে।

এর আগে রাজধানী ঢাকার বায়ুদূষণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে ২০১৯ সালের ২১ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করা হয়। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে এ রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ২৮ জানুয়ারি আদালত আদেশসহ রুল জারি করেন। এরপর রাজধানীর বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কয়েকদফা নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন জানানো হয়। সেসব আবেদনের শুনানি নিয়ে ঢাকাসহ এর পার্শ্ববর্তী জেলাগুলোতে অবৈধ ইটভাটা বন্ধ ও এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো