X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

নির্বাচনে সুবিধা পেতে বালাকোটে হামলা চালায় মোদি সরকার: ইমরান খান

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২১, ১৭:১৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৭:২২
image

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, নির্বাচনে সুবিধা আদায় করতে ২০১৯ সালে তার দেশের বালাকোটে বিমান হামলা পরিচালনা করে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতের ‘বেপরোয়া এবং সামরিকায়িত এজেন্ডা’ বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান তিনি। দুই ভারতীয় সম্প্রচারকর্মীর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হওয়ার পর সোমবার ধারাবাহিক টুইট বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দেন ইমরান খান। ওই চ্যাট ফাঁস হওয়ার পর বালাকোটে হামলা প্রসঙ্গ নতুন করে সামনে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কাশ্মিরের পুলওয়ামায় জঙ্গি হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর ৪০ সদস্যকে হত্যার পর ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। ভারতের দাবি, পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের বালাকোটে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে হামলা চালায় তাদের যুদ্ধবিমান। হামলার পর পাকিস্তান ভারতের দুইটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে ভারতীয় এক পাইলটকে আটক করে। অবশ্য দুই দিন পর তাকে মুক্তি দেওয়া হয়। বালাকোটে হামলার কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত ভারতের সাধারণ নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয় পায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি।

সম্প্রতি দুই ভারতীয় সম্প্রচারকর্মীর হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ হয়ে পড়েছে। নিউজ ওয়েবসাইট স্ক্রল.ইন-এ প্রকাশ করেছে ডানপন্থী ভারতীয় টিভি উপস্থাপক অর্ণব গোস্বামী এবং রেটিং প্রতিষ্ঠান ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের (বিএআরসি) প্রধান পার্থ দাসগুপ্তের মধ্যে বিনিময় হওয়া মেসেজ। টেলিভিশন রেটিং কারসাজি তদন্ত করতে গিয়ে প্রমাণ হিসেবে দিল্লি পুলিশ এসব নথি প্রকাশ করেছে। এতে দেখা গেছে বালাকোটে হামলার তিন দিন আগে এই বিষয়ে অবগত ছিলেন ভারতের রিপাবলিক টিভির অন্যতম মালিক এবং উপস্থাপক অর্নব গোস্বামী।

ফাঁস হয়ে পড়া চ্যাট-এর দিকে সোমবার টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, এর মাধ্যমে ভারতের সরকার এবং তাদের সংবাদমাধ্যমের মধ্যকার ‘নোংরা যোগসূত্র উন্মোচন’ হয়ে পড়েছে। এই যোগসূত্র পারমাণবিক শক্তিধর অঞ্চলকে সংঘাতের দিকে ঠেলছে বলেও অভিযোগ করেন তিনি।

২০১৯ সালে ভারতের সাধারণ নির্বাচনে বালাকোটে চালানো 'সার্জিক্যাল স্টাইক' ছিলো বিজেপি’র মূল নির্বাচনি ইস্যু। আর এই ইস্যু সফলভাবে ব্যবহার করে ২০১৪ সালের চেয়েও বড় জয় নিশ্চিত করে হিন্দু জাতীয়তাবাদী দলটি।

ইমরান খান দাবি করেন, পাকিস্তান ‘বালাকোট নিয়ে দায়িত্বশীল, পরিমিত জবাব দিয়ে বড় সংকট এড়িয়ে গেছে। যদিও মোদি সরকার ভারতকে একটা দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত করা অব্যাহত রেখেছে।’

তবে ইমরান খানের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিজেপি’র মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম। পাকিস্তানকে সন্ত্রাসের কারখানা আখ্যা দিয়ে তিনি দাবি করেন, তার দল পার্লামেন্ট নির্বাচনে সুবিধা পেতে কোনও ভাবেই ২০১৯ সালের বিমান হামলাকে ব্যবহার করেনি। তিনি বলেন, ‘আমাদের দলের কাছে জাতীয় নিরাপত্তা এবং জাতীয়তাবাদ সবচেয়ে গুরুত্ব বহন করে। এগুলো নিয়ে আমরা কখনও সমঝোতা করি না, আর করবোও না। কিন্তু রাজনৈতিক উদ্দেশে কি এগুলো ব্যবহার করবো? কখনওই না।’

/জেজে/
সম্পর্কিত
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
কলকাতায় ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮
সর্বশেষ খবর
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই