X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শিবগঞ্জে যুবকের আবর্জনা চাপা দেওয়া লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ১৭:১৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৭:১৩

বগুড়ার শিবগঞ্জের মোকামতলার মুরাদপুর এলাকায় মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয় (৩০) যুবকের আবর্জনায় চাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে লাশটি উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির মুখ বাধা, মাথার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত, পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন ও একটি চোখ আঘাতপ্রাপ্ত ছিল।

শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, দুর্বৃত্তরা ৪-৫ দিন আগে ওই যুবককে হত্যা করে সংস্কারাধীন মহাসড়কের পাশে লাশটি ফেলে যায়। পরে আবর্জনা পড়ে লাশটি ঢেকে গিয়েছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনের কাজ চলছে। শ্রমিকরা সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় কাজ করছিলেন। এ সময় আবর্জনার নিচে পচন ধরা একটি লাশ দেখতে পান তারা। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, দুর্বৃত্তরা ৪-৫ দিন আগে ওই যুবককে অন্য কোথায় হত্যা করে মুরাদপুরে মহাসড়কের পাশে ফেলে যায়। সেখানে আবর্জনায় লাশটি ঢেকে যায়। তার মুখ বাধা, মাথায় ধারালো অস্ত্রের আঘাত, পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন ও একটি চোখ আঘাতপ্রাপ্ত ছিল। তার পরনে জিন্সের প্যান্ট ও চেক শার্ট ছিল। এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

অন্যদিকে গত রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার বেলতলী গ্রামে মাদ্রাসাছাত্র শেখ স্বাধীনকে (৮) হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের বাবা আমতলী মাঝপাড়া গ্রামের শেখ শাহ্ আলম রাতে শিবগঞ্জ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। বেলতলী হাফেজিয়া মাদ্রাসার মক্তব বিভাগের প্রথম শ্রেণির ছাত্র শেখ স্বাধীন গত শনিবার সন্ধ্যায় বাথরুমে যাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রবিবার সকালে মাদ্রাসার পাশে গাংনই নদীর তীরে তার লাশ পড়েছিল। শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, শিশু স্বাধীন হত্যার ঘটনায় তদন্ত চলছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা