X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ব্রাজিলিয়ানের গোলেও শেষ রক্ষা হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২১, ১৮:৪৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৮:৪৪

কুঁচকির চোটে ফেডারেশন কাপের নকআউট পর্বে খেলা হয়নি ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিক্সন গুলের্মের। প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীর প্রথম ম্যাচে অবশ্য ফিরেছেন তিনি, আর ফিরেই পেলেন গোল। তাতে অবশ্য হার এড়াতে পারেনি চট্টগ্রামের দলটি। আধিপত্য বিস্তার করে ম্যাচটি ২-১ গোলে জিতে নিয়েছে শেখ জামাল।

আজ (সোমবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ম্যাচটির প্রথমার্ধের নিয়ন্ত্রণ ছিল শেখ জামালের দখলে। ১৪ মিনিটে পেয়েছিল প্রথম সুযোগ। কিন্তু তাদের গাম্বিয়ার সলোমন কিংয়ের শট গোলকিপার মোহাম্মদ নাঈম কোনোমতে ফিরিয়ে দিলে গোল পাওয়া হয়নি। তবে কয়েক মিনিট পরই তাদের পাল্টা জবাব দিয়েছিল চট্টগ্রাম আবাহনী। যদিও চিনেদু ম্যাথিউর পাস ধরে নিক্সন গুয়লের্মের শট ‘ক্লিয়ার’ করেন জামালের এক ডিফেন্ডার।

এই অর্ধের বাকি সময়টুকু শেখ জামালের। ২৮ মিনিটেই তারা গোল পেয়ে যেতে পারতো। কিন্তু গোলবার বাধা হয়ে দাঁড়ালে হয়নি তা। ভালিজনভের ফ্রি কিক থেকে নুরুল আবসারের হেড বারে লেগে প্রতিহত হয়। ৩৬ মিনিটে আবার সলোমন কিংয়ের জোরালো শট যায় ক্রসবারের ওপর দিয়ে। এর মিনিট চারেক পর অবশেষে ভাগ্যদেবী মুখ তুলে তাকান জামালের দিকে। একের পর এক আক্রমণ চালানো জামাল এগিয়ে যায় ওতাবেকের ফ্রি কিকে।

১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া জামাল দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে। দ্বিতীয় গোল পেতেও তাই্ দেরি হয়নি। ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নুরুল আবসার। মনির হোসেনের ক্রসে হেড করে বল জালে জড়ান তিনি।

চট্টগ্রাম আবাহনী খেলায় ফিরবে কী, উল্টো তাদের জামালের আক্রমণ ঠেকাতেই বেশি ব্যস্ত থাকতে হয়েছে। ৬২ মিনিটে তো আরেকবার গোলের উদযাপনের সুযোগ তৈরি হয়েছিল শফিকুল ইসলাম মানিকের দলের। কিন্তু গোলকিপার মোহাম্মদ নাঈমের দুর্দান্ত সেভে ব্যবধান আর বাড়েনি।

খেলায় ফিরতে মরিয়া চট্টগ্রাম আবাহনী অবশেষে পায় গোলের দেখা। ৮২ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন নিক্সন। নিজেদের সীমানায় মনির হোসেন হ্যান্ডবল করলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে বল জালে জড়িয়ে ম্যাচে উত্তেজনা ফেরান ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিক্সন। তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি চট্টগ্রাম আবাহনীর। বাকি সময়টা ২-১ গোলের স্কোরলাইন ধরে রেখে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।

আগামীকালের (মঙ্গলবার) খেলা:

বসুন্ধরা কিংস-বাংলাদেশ পুলিশ এফসি, বিকেল সাড়ে ৩টা

ব্রাদার্স ইউনিয়ন-আবাহনী, সন্ধ্যা ৬টা

ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই