X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সাপের বিষ পাচারের রুট বাংলাদেশ, নজরদারিতে খামারিরা

রিয়াদ তালুকদার
১৮ জানুয়ারি ২০২১, ২০:০৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:২৬

সাপের খামার করার অনুমতি নেই দেশে। তাই সাপ, সাপের চামড়া বা বিষ রফতানির সুযোগও নেই। সাপের বিষ বেশ দামি হওয়ায় পাচারকারীদের পছন্দের বস্তু এটি। আর আশপাশের কয়েকটি দেশে বিষ পাচারের রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে আসছে ওরা। আপাতত তাই বিষ পাচারকারীদের ধরতে খামারিদের ওপরই নজর রাখছেন গোয়েন্দারা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বিষ পাচার হয়। আবার কখনও সেসব দেশ থেকে এনেও বাংলাদেশ হয়ে অন্য দেশে নেওয়া হয়।

দেশের আইনে সাপের বিষ কেনাবেচা ও পাচার দণ্ডনীয় অপরাধ। তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা, ফেনী, বেনাপোল, সাতক্ষীরা, যশোর, কুমিল্লাসহ কয়েকটি এলাকায় একাধিক চক্র সাপের বিষ সংগ্রহ ও চোরাচালানে জড়িত।

সম্প্রতি দুটি অভিযানে সাপের বিষসহ কয়েকজনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বিষ পাচারকারীদের কয়েকটি সিন্ডিকেটের সন্ধান মিলেছে। বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া সাপের বিষের লেভেলিং দেখেই বোঝা যায় এগুলো বিষধর সাপের বিষ। পরে পরীক্ষার জন্য এগুলো পাঠানো হয় পরীক্ষাগারে।

লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ২০২০ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখান থেকে সাপের বিষসহ কয়েকজনকে আটক করা হয়। এ ছাড়াও চলতি বছরের ৮ জানুয়ারি রামপুরার চৌধুরীপাড়ায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। সাম্প্রতিক অভিযানে সাপের বিষ উদ্ধার হওয়ার পরই বেশ কিছু বিষয় নিয়ে তদন্তে এগুচ্ছে র‌্যাব। দেশের যে কয়েকটি জায়গায় সাপের খামার রয়েছে, তাদের আয়ের উৎসের সন্ধানও করা হচ্ছে। খামারগুলো নজরদারিতে রয়েছে।

জানা গেছে, প্রক্রিয়াজাত করা এক গ্রাম ভাইপার রাসেলের বিষের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় আড়াই লাখ টাকা। এ ছাড়া কালচিতি সাপের বিষের দাম গ্রামপ্রতি তিন থেকে চার লাখ টাকা। আবার বিভিন্ন সামুদ্রিক সাপের বিষের মূল্য প্রায় চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকাও হয়। বাংলাদেশে ১৬ প্রজাতির বিষধর সাপ আছে, যেগুলোর বিষ অত্যন্ত মূল্যবান।

সূত্র জানায়, দেশি-বিদেশি চোরাচালান চক্র প্রতিবছর কয়েক কোটি টাকার গোখরার বিষ পাচার করছে দেশ থেকে। রফতানির সুযোগ না থাকাতেই পাচার হচ্ছে এগুলো। ভারত ও ইউরোপের ফ্রান্সে এটা বেশি পাচার হয় বলে জানা গেছে। ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জায়গায় ৫টি চক্র সাপের বিষ পাচারে জড়িত বলেও জানিয়েছে সূত্র।

বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেউ যদি অবৈধভাবে সাপের বিষ উৎপাদন ও আহরণ করে বিক্রির চিন্তা-ভাবনা করেন তবে সেসব খামার বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশে যে কয়েকটি খামার রয়েছে সেগুলো থেকে বিষ উৎপাদন করা কিন্তু খুবই কঠিন।’

তিনি আরও বলেন, বিষ পাচারে চীন, ভারত, মিয়ানমারের আন্তর্জাতিক রুট হিসেবে বাংলাদেশ ব্যবহৃত হচ্ছে।

সিআইডির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছরের ১৭ সেপ্টেম্বর গাজীপুরের বাসন এলাকা থেকে সাপের বিষ পাচারকারী চক্রের কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরে ওই মামলার অনুসন্ধানে পাওয়া তথ্যে একই বছরের ২৫ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থেকে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।’

তার মতে, দেশে কয়েক ধাপে সাপের বিষ পাচারের সিন্ডিকেট কাজ করে। আন্তর্জাতিক পাচারকারীদের সঙ্গে তাদের যোগসাজশ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: সাপ চাষে বিধিমালা আসছে, করা যাবে বাণিজ্যিক খামার

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি