X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শ্রমিকদের পতাকা মিছিল, মহাসড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ

খুলনা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ২৩:২২আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২৩:২২

জাতীয় শ্রমিক ফেডারেশনের ঘোষিত চতুর্থ দফার কর্মসূচির অংশ হিসেবে খুলনার খানজাহান আলী থানার আটরা শিল্পাঞ্চলের শ্রমিকরা রাজপথে লাল পতাকা মিছিল বের করেন। আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলের অবসায়ন, অবসরকৃত ও বদলি শ্রমিক-কর্মচারীদের বকেয়া সব পাওনা পরিশোধের দাবিতে কর্মসূচি পালন করেন তারা। মিছিল ও সমাবেশের ফলে খুলনা-যশোর মহাসড়কের পথের বাজার থেকে ইস্টার্নগেট পর্যন্ত সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় আলীম জুট মিলের প্রধান ফটকের সামনে থেকে শ্রমিকরা লাল পাতাকা হাতে নিয়ে মিছিল বের করেন। মিছিলটি খুলনা-যশোর মহাসড়কের পথের বাজার হয়ে আলীম ও ইস্টার্ন জুট মিল সংলগ্ন রাজপথ ঘুরে আলীম জুট মিলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ২৫ জানুয়ারি রাজপথে ভুখা মিছিল এবং ২৮ জানুয়ারি আটরা শিল্পাঞ্চলের রাজপথ-রেলপথ অবরোধ কঠোরভাবে পালনে শ্রমিকদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।

লাল পতাকা মিছিল পরবর্তী সমাবেশে খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক সরদার আমিরুল ইসলামে সভাপতিত্বে বক্তৃতা করেন– ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি কমরেড মফিদুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলার সভাপতি কমরেড মনির আহমেদ, ফেডারেশনের মহানগর সহ-সভাপতি কমরেড খলিলুর রহমান, আলীম জুট মিলের সভাপতি সাইফুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ইস্টার্ন জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ফুলতলা থানা ওয়ার্কার্স পাটির নেতা আবদুল মজিদ মোল্লা, জাতীয় শ্রমিক ফেডারেশন থানা কমিটির সদস্য জাকির সরদার, ইউপি সদস্য এস এম বখতিয়ার পারভেজ, বাবুল রেজা. খোকন কুমার নন্দী, আবদুর রউফ মোড়ল, কামরুল, আমিরুল, জাহাঙ্গীর, মো. ইকবাল হোসেন, আমিরুল হোসেন, কামরুজ্জামান, হাসান আলী, তুহিন প্রমুখ নেতৃবৃন্দ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী