X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিতরণ কোম্পানি ডিস্ট্রিবিউশন চার্জ রেখে বাকি টাকা দেবে পেট্রোবাংলাকে

সঞ্চিতা সীতু
১৯ জানুয়ারি ২০২১, ২০:২৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২১:১০

গ্যাস খাতের আর্থিক সংকট সামাল দিতে নতুন নিয়ম জারি করেছে জ্বালানি বিভাগ। এখন থেকে বিতরণ কোম্পানিগুলো ডিস্ট্রিবিউশন চার্জ (বিতরণ ব্যয়) রেখে গ্যাস বিলের অন্য সব অর্থ পেট্রোবাংলাকে হস্তান্তর করবে।

আদেশে বলা হয়েছে, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বিতরণ কোম্পানি আদায় হওয়া বিলের মধ্যে নিজেদের অংশ রেখে বাকি অর্থ পেট্রোবাংলাকে হস্তান্তর করবে। পেট্রোবাংলা পরবর্তী ৭ দিনের মধ্যে দেশি-বিদেশি দেনা পরিশোধ করবে।

জ্বালানি বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে গত ১৭ জানুয়ারি এই আদেশ জারি করা হয়। জ্বালানি বিভাগের সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার (১৯ জানুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে গ্যাস খাতে আর্থিক সংকট চলছিল। এজন্য আমরা একটি আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি। এতে বিতরণ কোম্পানিকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা না রেখে তা পেট্রোবাংলার অ্যাকাউন্টে দিয়ে দিতে বলা হয়েছে। এরপর পেট্রোবাংলা সব বিষয় সমন্বয় করবে।

বিতরণ কোম্পানিগুলো দেশি-বিদেশি গ্যাস উত্তোলন কোম্পানি এবং বিদেশ থেকে আমদানি করা এলএনজি সরবরাহ নিয়ে তা গ্রাহককে দিয়ে থাকে। এলএনজির দর পরিশোধে নির্দিষ্ট আইনি বাধ্যবাধকতা থাকলেও দেশি-বিদেশি যেসব কোম্পানি দেশে গ্যাস উত্তোলন করে তাদের বিল বকেয়া থাকে। এতে আর্থিক সংকট সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে এলেও এখন থেকে এই সমস্যা আর থাকবে না।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী বলেন, প্রাকৃতিক গ্যাসের উৎপাদন এবং আমদানি মূল্য, যার মধ্যে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল), সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি (এসজিএফসিএল), বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি (বাপেক্স) ছাড়াও আইওসি এবং এলএনজির মূল্য অন্তর্ভুক্ত। যা পেট্রোবাংলার মাধ্যমে সরকার নির্ধারণ করে। এটি পরিশোধের দায়িত্ব পেট্রোবাংলার। অন্যদিকে বিইআরসি ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য নির্ধারণ করে। এরমধ্যে ট্রান্সমিশন চার্জ, ডিস্ট্রিবিউশন চার্জ, গ্যাস উন্নয়ন তহবিল, জ্বালানি উন্নয়ন তহবিল এবং পেট্রোবাংলার চার্জ রয়েছে। এই খাতের সব টাকাই পেট্রোবাংলার হিসাবে জমা হবে। এখানে পেট্রোবাংলা একটি বাস্কেট হিসেবে কাজ করতে পারে।
তবে সবক্ষেত্রে এই আদেশ কার্যকর করলেও সংকটের কথা বলছেন কেউ কেউ। গ্যাস শুধু বেসরকারি ব্যক্তিরাই ব্যবহার করে না। সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোও গ্যাস ব্যবহার করে। এক্ষেত্রে তারা কোনও কারণে বিল দিতে দেরি করলে সংকটে পড়তে হচ্ছে।

বাপেক্স-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেছেন, বাপেক্স-এর শাহবাজপুর গ্যাসক্ষেত্রের ৯৭ ভাগ গ্যাস পিডিবির বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হয়। এতে ওয়েল হেড মার্জিন অর্থাৎ গ্যাস উত্তোলন কোম্পানির পাওনা পরিশোধে সমস্যা হচ্ছে। এটি যদি পেট্রোবাংলার মাধ্যমে করা হয় তাহলে সংকট সমাধান করা সহজ হবে।

জ্বালানি বিভাগের আদেশে বলা হয়েছে, সমস্যা সমাধানে কোনও সংকট সৃষ্টি হলে বিইআরসির সঙ্গে পেট্রোবাংলা সমন্বয় করে সিদ্ধান্ত নেবে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া