X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সেলেক্সট্রা অনলাইন শপ ‘যা বলবে তাই দেবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ২২:১৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২২:১৩

বাংলাদেশে মোবাইলফোন, গ্যাজেটস ও কনজ্যুমার ইলেকট্রনিক পণ্য কেনার নতুন অনলাইন শপিং প্ল্যাটফর্ম চালু হলো সেলেক্সট্রা অনলাইন শপ (www.salextra.com.bd) নামে। উদ্যোক্তারা জানান, এটা ই-কমার্স ইন্ডাস্ট্রিতে একটি নতুন সংযোজন, যেখান থেকে সবাই ন্যায্য দামে আসল পণ্য কিনতে পারবেন, প্রতিশ্রুত সময়ের মধ্যে ডেলিভারি পাবেন এবং মূল্য পরিশোধের জন্য সহজ ও বিভিন্ন অপশন পাবেন।  সেলেক্সট্রা অনলাইন শপ নিয়মিত নতুন ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতাদের ভালো ও উপভোগ্য অভিজ্ঞতা দিতে চায় এবং যা বলবে ক্রেতাদের তাই দেবে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেলেক্সট্রা অনলাইন শপ কর্তৃপক্ষ জানান, প্রযুক্তি সচেতন তরুণ সমাজের ওপর ভর করে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। ই-কমার্সের সঙ্গে সম্পর্কিত সব সমস্যা যেমন- মূল্য পরিশোধের ঝামেলা, ডেলিভারি সমস্যা, অবকাঠামোগত উন্নয়নগত সমস্যার সমাধান একে একে হচ্ছে। ক্রেতাদের দোরগোড়ায় গ্লোবাল ব্র্যান্ডের পণ্য পৌঁছে দিতে এবং ই-কমার্সের প্রতি ক্রেতাদের বিশ্বাস প্রতিষ্ঠা করতে কাজ করছে সেলেক্সট্রা অনলাইন শপ।

সেলেক্সট্রা অনলাইন শপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘আমাদের সব ক্যাম্পেইনে আমারা ক্রেতদের অতিরিক্ত প্রতিশ্রুতি দেব না। সেলেক্সট্রা অনলাইন শপ যা পারবে ক্রেতাদের সেটুকুই অফার করবে এবং সেটা অব্যাহত থাকবে। ক্রেতাদের মধ্যে ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। আমরা মূলত সাপ্লাই চেইন ও সময়মতো পণ্য ডেলিভারির প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি, যাতে ক্রেতারা রিয়েল টাইমের ভিত্তিতে পণ্য ট্র্যাক করতে পারেন।’

সেলেক্সট্রা অনলাইন শপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী চৌধুরী ফাহরিয়ার বলেন, ‘আমরা এই খাতে এসেছি যাতে আমাদের প্ল্যাটফর্ম ও ব্যবসার টেকসই প্রসার ঘটে এবং ক্রেতাদের ভালো অভিজ্ঞতা হয়। আমরা এখানে অসাধারণ হতে আসিনি।  আমরা আমাদের পণ্য ও সেবার জন্য ক্রেতাদের কাছে স্মরণীয় হয়ে থাকতে চাই।

 

/এইচএএইচ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়