X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উন্নত নগরী গড়ে তোলার ঘোষণা রেজাউলের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জানুয়ারি ২০২১, ২২:৩২আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২২:৩২

নির্বাচিত হলে সব শ্রেণি-পেশার মানুষের পরামর্শ নিয়ে চট্টগ্রাম নগরীকে আধুনিক, উন্নত ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেছেন, ‘চাক্তাই খাল ও কর্ণফুলী নদীকে ঘিরে গড়ে ওঠা বাংলাদেশের খাদ‌্যশস‌্য বাণিজ্যের প্রাণকেন্দ্র চাক্তাই বাজার, খাতুনগঞ্জ, বক্সিরহাট এলাকার দুঃখের কারণ খাল ভরাট। আমি প্রথম চাক্তাই খাল খননের জন‌্য সংগ্রাম কমিটি গঠন করেছিলাম। চলমান মেগাপ্রকল্পের মাধ‌্যমে এসব সংকট অচিরেই দূর হবে।’

বুধবার (২০ জানুয়ারি) বিকালে গণসংযোগকালে রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন। এদিন তিনি নগরীর পাথরঘাট‌া, বক্সিরহাট ও দেওয়ান বাজার এলাকায় গণসংযোগ করেন।

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স বাড়ানো হবে না। এই করোনার সময় মানুষ খুব কষ্ট করেছেন। তাই ৪১টি ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়া জলাবদ্ধতার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, পরিষ্কার-পরিচ্ছন্নতার সমস্যাসহ যাবতীয় নাগরিক সমস্যার সমাধান করা হবে। বিগত সময়ে অনেকগুলো উন্নয়ন প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। কিছু প্রকল্পের কাজ আটকে আছে। ওইসব প্রকল্পের কাজ শেষ করে চট্টগ্রামকে একটি উন্নত, সমৃদ্ধশালী নগরী হিসেবে গড়ে তোলা হবে।’

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘২০০৮ সালে আওয়ামী লীগের ইশতেহারে দিন বদলের সনদ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে তরুণ প্রজন্মের ভোটাররা স্বাগত জানিয়েছিলেন। স্বাধীনতাবিরোধীরা অতীতে ডিজিটাল বাংলাদেশ নিয়ে ঠাট্টায় মেতেছিল। তারা বলেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ বিক্রি হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি হবে। তারা দেশের মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছিল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা ১২ বছর ক্ষমতায়। দেশ বিক্রি হয়নি, বরং দেশের ভূ-সীমা, সমুদ্রসীমা বেড়েছে। কোনও মসজিদে উলুধ্বনি কেউ শোনেনি, বরং শেখ হাসিনার সরকার প্রতিটি উপজেলায় আধুনিক মসজিদ প্রতিষ্ঠ‌া করেছে এবং মসজিদের ইমামদের সরকারি ভাতা ও সম্মানি প্রদান করছে।’

তিনি আরও বলেন, ‘সাবমেরিন ক‌্যাবলে যুক্ত হলে দেশের তথ‌্য পাচার হবে বলে অপপ্রচার চালিয়ে আধুনিক তথ‌্যপ্রযুক্তি থেকে দেশকে দূরে রাখতে চেয়েছিল। তাদের একজন চট্টগ্রামকে ওয়াইফাই নগরী গড়তে চায়। তাকে অসংখ‌্য ধন‌্যবাদ, তিনি আওয়ামী লীগের ডিজিটালাইজেশন বুঝতে শুরু করেছেন। জনগণ বুঝে-শুনে সিদ্ধান্ত নেবেন– কারা অঙ্গীকার করে রাখার জন‌্য, আর কারা করে ভাঙার জন‌্য।’

গণসংযোগকালে তার সঙ্গে সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুখ, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের, তথ‌্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, কাউন্সিলর পদপ্রার্থী চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাজী নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন রেজাউল করিম। পরে দুপুরে সৈয়দ শাহ বাবাজী (র.)-এর মাজার জিয়ারত করে ১৩তম দিনের নির্বাচিনি প্রচারণা শুরু করেন। এছাড়া সন্ধ্যায় নগরীর প্রেস ক্লাবে উত্তর জেল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন নগর আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা