X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মতলবে ১৪৪ ধারা

চাঁদপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ০০:০৪আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০০:০৪

চাঁদপুরের মতলব উত্তরের সাতটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং বর্তমান সংসদ সদস্য নূরুল আমিন রুহুল একই এলাকায় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করায় সংঘাতের আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার (২০ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান।

এলাকাগুলো হচ্ছে– মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর, মোহনপুর, ফতেপুর, একলাশপুর, দশানী, আমিরাবাদ, মতলব দক্ষিণ ব্রিজের উত্তরপাড়।

পুলিশ সুপার বলেন, ‘একই স্থানে পৃথক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা থাকায় আমরা জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ওই এলাকায় ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান, রাতে ওই এলাকায় মাইকিং করা হচ্ছে। বৃহস্পতিবার ভোর থেকে মতলবের সাতটি পয়েন্টে ১৪৪ ধারা কার্যকর হবে। আপাতত তিন দিন ওই এলাকায় এটি বলবত থাকবে। পরবর্তী সময়ে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশের ডাক দেয় ২০ জানুয়ারি। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার বাংলাবাজার, বাগানবাড়ি এলাকার এ সমাবেশে প্রধান অতিথি করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য মো. নূরুল আমিন রুহুলকে। এতে বিশেষ অতিথি করা হয়েছে জেলা আওয়ামী লীগ সভাপতি মো. নাছির উদ্দিন আহমেদ এবং মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুসকে। একই দিন মতলব উত্তরের সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুসারীরাও সেখানে পৃথক কর্মসূচির ঘোষণা দেন। এ কর্মসূচিতে মায়ার উপস্থিত থাকার কথা। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নিলো প্রশাসন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সন্ধ্যা নামিল শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিল শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা