X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কালিহাতীতে আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ০২:৩৩আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০২:৩৩

টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারসহ তার পক্ষের চার জন আহত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বল্লভবাড়ি স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার, তার ছেলে ওবায়দুল ইসলাম তালুকদার, মোমিন তালুকদার ও শহিদুল ইসলাম।

ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, সভাপতি পদে আমিসহ চারজন প্রার্থী ছিলাম। এমপি সাহেব ও জেলা-উপজেলা নেতৃবৃন্দ সভাপতি প্রার্থীদের ঐকমত্যে পৌঁছানোর কথা বলেন, কিন্তু সম্মানিত কাউন্সিলররা ভোট করার দাবি জানান। এক পর্যায়ে হৈ-হুল্লোড় শুরু হয়ে গেলে নেতৃবৃন্দ সম্মেলন স্থগিত ঘোষণা করে চলে যাওয়ার সময় পেছনে থাকা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের ওপর আব্দুল হাইয়ের লোকজন অতর্কিতে হামলা চালায়।’

আব্দুল হাইয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কাউন্সিলররা সভাপতি নির্বাচনের বিষয়টি নেতৃবৃন্দের ওপর ছেড়ে দেয়। এসময় চেয়ারম্যান-এমপি মহোদয়সহ নেতৃবৃন্দকে অপমান করে কাউন্সিলরদের ওপর মোবাইল দিয়ে ঢিল ছুঁড়লে কিছু উত্তেজিত কাউন্সিলর তার ওপর চড়াও হয়। এসময় কয়েকজন আহত হন।’

স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, ‘সম্মেলনের ১ম অধিবেশন শেষে ২য় অধিবেশন ভালোভাবেই চলছিল। কাউন্সিলর তালিকা নিয়ে জটিলতা দেখা দিলে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি সম্মেলন মুলতবি ঘোষণা করেন। আমরা চলে আসার পর কিছু সমস্যার সৃষ্টি হয়।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!