X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

খুবির শিক্ষক-শিক্ষার্থীকে বরখাস্তের সিদ্ধান্ত বাতিলের দাবি

রাবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ১৭:৫৬আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৭:৫৬

ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশের শাস্তিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষক ও দুই ছাত্র বরখাস্তের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা এগারটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানায়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এখন গণতন্ত্রের কথা হয় না, ন্যায়ের কথা হয় না। শিক্ষার্থীরা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে না। অধিকার নিয়ে কথা বলতে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের টুটি চেপে ধরে। যার সর্বশেষ প্রমাণ খুলনা বিশ্ববিদ্যালয়। অধিকার আদায়ের আন্দোলন করায় তাদের ছাত্রত্ব হারাতে হচ্ছে। এমনকি ছাত্রদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় শিক্ষকদেরও বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।’ খুবিতে শিক্ষক ও ছাত্র বরখাস্তের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সামান্য অংশই ক্লাস-পরীক্ষার অন্তর্ভুক্ত। বাকী অংশটুকু টি-স্টল, আড্ডা, পাঠচক্র, লেখালেখিতে। বাইরের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এভাবেই শিক্ষার চর্চা করা হয়। সেখানে ভিন্নমতের মূল্যায়ন করা হয়। একজন মত দেবেন, তার বিপরীতে ভিন্ন মত তৈরি হবে। সেই মতই একসময় জ্ঞান আকারে প্রতিষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘খুবিতে যৌক্তিক কিছু কারণকে কেন্দ্র করে কিছু শিক্ষার্থী আন্দোলনে দাঁড়িয়েছিল। তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করায় তিন শিক্ষককে বহিষ্কারের জন্য চূড়ান্তভাবে কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে। তাও এক বছর পর, এগুলো সবই উদ্দেশ্য প্রণোদিত। শিক্ষক-শিক্ষার্থীদের উপর চরম জঘন্য একটা সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আশা করি তারা তাদের ভুল বুঝতে পেরে সে অবস্থান থেকে ফিরে আসবে।’

রাবির বাংলা বিভাগের শিক্ষার্থী নাজমুল মৃধার সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন পদার্থ বিভাগের শিক্ষক অধ্যাপক সালেহ হাসান নকিব, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম ও ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন মিলন, বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী হাসিন রনি প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছরের শুরু থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মাসিক বেতন-ফি কমানো, আবাসনসংকট সমাধান, দ্বিতীয় পরীক্ষণের ব্যবস্থা করাসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীদের এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন তিনজন শিক্ষক। এর জের ধরে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দুইজন ও ইতিহাস বিভাগের একজন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের ও গুরুতর অসদাচরণের অভিযোগ  তুলে সিন্ডিকেট সভায় তাদের বরখাস্তের প্রক্রিয়া শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট