X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

হিলিতে অন্যান্য টিকার সঙ্গে করোনার ভ্যাকসিন সংরক্ষণের প্রস্তুতি

হিলি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ২১:২৫আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৩১

দিনাজপুরের হিলিতে অন্যান্য টিকার সঙ্গে একই রেফ্রিজারেটরে করোনার ভ্যাকসিন সংরক্ষণে প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা ভ্যাকসিন সংরক্ষণে বাড়তি কোনও ইক্যুইপমেন্ট (যন্ত্রপাতি) লাগবে না। অন্যান্য টিকা সংরক্ষণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগে থেকে বরাদ্দ করা বিদ্যমান রেফ্রিজারেটরে রাখা সম্ভব হবে চাহিদা অনুপাতে প্রাপ্য করোনার ভ্যাকসিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে করোনার ভ্যাকসিন প্রয়োগ বিষয়ে এখন পর্যন্ত কোনও স্বাস্থ্যকর্মী বা চিকিৎসককে কোনও প্রশিক্ষণ দেওয়া হয়নি। এদিকে অগ্রাধিকার ভিত্তিতে কী পরিমাণ ভ্যাকসিন লাগবে ও কাদের করোনা ভ্যাকসিন প্রদান করা হবে সেই তালিকা প্রণয়নের কাজ করছে স্বাস্থ্য কর্মকর্তা ও প্রশাসন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট আব্দুল জলিল বাংলা ট্রিবিউনকে বলেন, করোনা ভ্যাকসিন সংরক্ষণের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। আইএলআর ফ্রিজ ট্যাংক ও পয়েন্ট ৬ লিটারের কন্ডিশনার আইসপ্যাক তৈরির জন্য ডিপ ফ্রিজ-এগুলোর প্রস্তুতি আমাদের আছে। এছাড়াও ০.৫ লিটারের কন্ডিশনার আইসপ্যাক তৈরির জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। মোটকথা ভ্যাকসিন রাখার জন্য সেসব প্রস্তুতি নিতে হবে বলে আমরা জানতে পেরেছি তার প্রায় সবই আমাদের হয়ে আছে। আশা করছি, ভ্যাকসিন আসলে আমরা সংরক্ষণ করতে পারবো ও  সঠিকভাবে সাপ্লাই দিতে পারবো।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাথমিক পর্যায়ে যাদেরকে করোনা ভ্যাকসিন দেওয়া করা হবে সে সব জনগোষ্ঠীর নামের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। এছাড়াও করোনার ভ্যাকসিন সংরক্ষণের জন্য যে আইএলআর ফ্রিজের কথা বলা হয়েছে এইমুহুর্তে আমাদের কাছে তেমন দুটি আইএলআর ফ্রিজ রয়েছে। সেখানে সারাবছরের কার্যক্রমের ভ্যাকসিন ও চলমান হাম-রুবেলার ক্যাম্পেইনের ভ্যাকসিনগুলো রাখা আছে। ফ্রিজে ওগুলোর এক পাশে ফাঁকা করে সেখানে করোনার টিকা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে টিকার প্রাপ্যতা সাপেক্ষে আরও প্রস্তুতি বাড়ানো হবে। বর্তমানে জাতীয় পর্যায়ে করোনার টিকা প্রদানে প্রশিক্ষণ চলমান রয়েছে। এটি শেষ হলে ধারণা করা হচ্ছে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, করোনা মহামারি মোকাবিলায় সরকার অনেকগুলো ব্যবস্থা নিয়েছে তার মধ্যে একটি হলো ভ্যাকসিন ক্রয়। ইতোমধ্যেই তা সম্পূর্ণ করা হয়েছে। এখন টিকা আসছে এবং তা বিতরণের পদক্ষেপ গ্রহণ করেছে। সেই পদক্ষেপের অংশ হিসেবে অগ্রাধিকার তালিকা চাওয়া হয়েছে। এরমধ্যে স্বাস্থ্যকর্মী, বীরমুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যমকর্মী, বয়স্ক ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা চাওয়া হয়েছে। আমরা ইতোমধ্যেই সকল দফতর ও সকল প্রতিষ্ঠানের কাছ থেকে তালিকা চেয়ে পাঠিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থার জন্য খুব দ্রুত এসব তালিকা জেলায় পাঠানো হবে। ভ্যাকসিন যথাযথভাবে সংরক্ষণ ও জনগণের মাঝে প্রদানের জন্য ইতোমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে একটি টিকাকেন্দ্র নির্ধারণ করে রাখা হয়েছে। সেই কেন্দ্রে টিকাদানের সময় বা পরবর্তীতে যেসব ঝুঁকি হতে পারে সেগুলো মোকাবিলায় একটি মেডিকেল টিমসহ একটি কোয়ারেন্টিন স্পেস সেভাবে বিবেচনা করে রেখেছি। সেখানে টিকাদানের পরবর্তী সময়ে নজরদারির মধ্যে রাখা যাবে। এছাড়াও একটি মেডিকেল টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। টিকাদান কেন্দ্র হাসপাতালের খুবই কাছে হওয়ায় যে কোনও ধরনের স্বাস্থ্য সমস্যায় ব্যবস্থা নিতে পারবো বলে আশা করছি।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ