X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

গুরবাজের ছক্কার বিশ্বরেকর্ডের পর আফগানদের জয়

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২১, ২১:৪২আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৪৯

ওয়ানডে অভিষেকটা বিশ্ব রেকর্ড গড়ে ঐতিহাসিক করে রাখলেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকাতে মেরেছেন ৯টি ছয়! ওয়ানডে অভিষেকে এত ছয় মারতে পারেনি আর কেউ! তাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬ রানের জয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতেছে আফগানিস্তান।

আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল আফগানরা। ওপেনিংয়ে নেমেছিলেন অভিষেক হওয়া গুরবাজ। তার রেকর্ড গড়া ১২৭ রানের ইনিংসই আফগানদের বড় পুঁজি এনে দিয়েছে। বিদায় নেওয়ার আগে তিনি ১২৭ বলে করেছেন ১২৭ রান। ইনিংসটি ছিল ৮টি চার ও ৯টি ছয়ে সাজানো। আর তাতেই ইতিহাসে নাম লিখিয়েছেন গুরবাজ। ওয়ানডে অভিষেকে তার ৯টি ছক্কা মারার কীর্তি-ই সর্বোচ্চ। গুরবাজের আগে ওয়ানডে অভিষেকে নভজোত সিং সিধুর ৫টি ছয় ছিল সর্বোচ্চ। এছাড়া আফগানিস্তানের হয়েও ওয়ানডে অভিষেকে প্রথমবার সেঞ্চুরি করলেন কেউ।

বড় পুঁজি প্রাপ্তিতে গুরবাজ যেমন ভূমিকা রেখেছেন, তার পর তেমনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কেবল রশিদ খান। ১৯৮ রানে গুরবাজের বিদায়ের পর শেষ দিকে স্কোরবোর্ড সমৃদ্ধ হয়েছে রশিদ খানের ব্যাটেই। ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেলে স্কোরটাকে তিনশোর কাছে নিয়ে যেতে ভূমিকা রেখেছেন। আফগানরা শেষ পর্যন্ত ৯ উইকেটে করতে পেরেছে ২৮৭ রান। আইরিশদের হয়ে সেরা বোলার ছিলেন ম্যাকব্রিন। ২৯ রানে নিয়েছেন ৫ উইকেট।

পরে ২৮৮ রানের লক্ষ্যে আইরিশরা শুরুতে কোণঠাসা হয়ে পড়েও জবাব দেওয়ার চেষ্টা করেছে। ৮৮ রানে হারিয়ে বসেছিল ৪ উইকেট। সেখান থেকে তারা কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকারের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। ৮৬ রানের এই জুটি ভেঙেছেন মুজিব উর রহমান। ক্যাম্ফার ৩৯ রানে ফিরে গেলে টাকার এক প্রান্ত আগলে দলকে এগিয়ে নিয়েছেন। কিন্তু তার একার লড়াই জয়ের জন্য যথেষ্ট ছিল না। দলীয় ২৫৩ রানে টাকার ক্যারিয়ার সেরা ৮৩ রানে ফিরলে আয়ারল্যান্ড শেষ পর্যন্ত থামে ৯ উইকেটে ২৭১ রানে। টাকারের ৯৬ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ৩টি ছয়। আইরিশদের ইনিংসেরও সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল এটি।

আফগানদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন নাভিন উল হক। দুটি নিয়েছেন মুজিব ও রশিদ খান। এই জয়ে ওয়ানডে সুপার লিগে ১০ পয়েন্ট পেয়েছে আফগানিস্তান। ম্যাচসেরা হয়েছেন রেকর্ড গড়া গুরবাজ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫