X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তামিমদের এবার সিরিজ জয়ের মিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ২৩:৫৬আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২৩:৫৬

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি প্রত্যাশিত জয় দিয়ে শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। এখন অপেক্ষা সিরিজ জয়ের। শুক্রবার দ্বিতীয় ওয়ানডে জিতলেই বঙ্গবন্ধুর নামের এই ক্রিকেট সিরিজ জিতে যাবে তামিম ইকবালের দল। তার জন্য অবশ্য আগের দিনের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে স্বাগতিকদের।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার সকাল সাড়ে ১১টায়। যা সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও নাগরিক টেলিভিশন।

মিরপুরে প্রথম ম্যাচে সূর্যের দেখা মেলেনি। ফলে উইকেট ছিল বোলারদের জন্য সহায়ক। ভাগ্য ভালো যে, তামিম ইকবাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। বাংলাদেশ আগে ব্যাটিং করলে ক্যারিবীয়দের মতো এমন কিছু হলে অবাক হওয়ার কিছু থাকতো না! ম্যাচ শেষে তামিম স্পষ্ট করে বলেছিলেন, এই উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। তবে বৃহস্পতিবার সারাদিনই রোদ ছিল। দ্বিতীয় ম্যাচটিও হবে নতুন উইকেটে। ফলে সব মিলিয়ে নতুন এই দলটির সঙ্গে আরেকটি পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে।

একেবারে অচেনা একটি দলের বিপক্ষে পরিকল্পনা করাও বেশ কঠিন। তামিমরা অবশ্য প্রতিপক্ষের সামর্থ্য নিয়ে ভাবছেন না। নিজেদের স্কিল অনুযায়ী এখন সেরাটা দেওয়াই তাদের পরিকল্পনা। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি বড় ব্যবধানে জিতলেও সেটি দাপুটে ছিল না। ফলে এটিকে বাংলাদেশ দলের আর্দশ পারফরম্যান্স হিসেবে দেখেন না পেস বোলিং কোচ ওটিস গিবসন। তবে তিনি মনে করেন, পুরো সিরিজে ভালো করতে প্রথম জয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ‘সব কিছু মিলিয়ে আদর্শ পারফরম্যান্স ছিল না প্রথম ওয়ানডেতে। কিন্তু জয়টি সিরিজ শুরু করার একটি ভালো উপায় ছিল। আশা করি, সামনের ম্যাচগুলোতে আমরা সেরা পারফরম্যান্স করতে পারবো।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে স্বাগতিক ভারত ছাড়া বাকি দলগুলোকে পয়েন্ট টেবিলের শীর্ষ সাতে থাকতে হবে। প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে দশ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ দল। শুক্রবার সিরিজ জেতার পাশাপাশি স্বাগতিকদের সামনে সুযোগ আরও ১০ পয়েন্ট অর্জনের।

তবে প্রথম ম্যাচ যতটা সহজে জেতা গেছে, পরের ম্যাচটি যে অতটা সহজ নাও হতে পারে- সে বিষয়ে শিষ্যদের সতর্ক করলেন গিবসন, ‘ফিল সিমন্স খুবই ভালো একজন কোচ। সুতরাং তাকে এই খেলোয়াড়দের সাথে যথেষ্ট সময় দেওয়া হলে তারা দ্রুত তৈরি হয়ে উঠবে। যদিও নতুনদের জন্য এই কন্ডিশনে খেলাটা বেশ কঠিন। তার পরও আমি মনে করি ওরা দারুণ কিছু করতে সক্ষম।’

বাংলাদেশের কাছে প্রথম ম্যাচ হারলেও আত্মবিশ্বাসে বিন্দুমাত্র চিড় ধরেনি ক্যারবীয়দের। শান্ত-মিরাজদের সঙ্গে ২০১৬ যুব বিশ্বকাপ খেলা আলজারি জোসেফ এক রকম হুঙ্কারই দিয়ে রাখলেন স্বাগতিকদের, ‘আমরা আমাদের ভূমিকা জানি। সবাই জানি প্রথম ম্যাচে আমরা সেরা ক্রিকেট খেলতে পারিনি। আমাদের আরও আক্রমাণত্মক খেলতে হবে, আরও কঠিন পরিশ্রম করতে হবে। বাংলাদেশ দলকে চমকে দিতে হবে, প্রথম বল থেকে শুরু করে ৩০০ তম বল পর্যন্ত।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা