X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মশা নিয়ে মুখোমুখি বেবিচক-ডিএনসিসি

চৌধুরী আকবর হোসেন
২২ জানুয়ারি ২০২১, ১১:০০আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ০৯:০৮

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উৎপাতে অতিষ্ঠ যাত্রী, যাত্রীর স্বজন ও বিমানবন্দরের কর্মীরা। বিগত বছরে মশার কারণে ফ্লাইট বিলম্বের ঘটনাও ঘটেছে। এ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নড়েচড়ে বসলেও কোনও সমাধান হয়নি।

বিমানবন্দরের বাইরের এলাকা থেকে মশা আসছে এমন অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে দুষছে বিমানবন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে বিমানবন্দরে পরিচ্ছন্নতার অভাব, মশার প্রজনন ক্ষেত্র আছে এমন অভিযোগ করে বিমানবন্দর কর্তৃপক্ষকে পাল্টা দোষ দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। দু পক্ষ মুখোমুখি হলেও কার্যকর সমাধান না হওয়ায় কমছে না মশার উৎপাত।

জানা গেছে, প্রতিবছরই মশার উৎপাতে ভোগান্তির মধ্যে পড়েন যাত্রী ও তাদের স্বজনরা। শুধু তাই নয়  বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা ভোগেন মশার উৎপাতে। বিশেষ করে টার্মিনাল ভবনের বাইরে মশার উৎপাত বেশি। ফলে বাহিরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার কর্মী, অপেক্ষমাণ যাত্রী ও তাদের স্বজনদের ভোগান্তি সব চেয়ে বেশি। খোলা স্থানে অতিরিক্ত মশা থাকায় কখনও কখনও উড়োজাহাজের ভেতরে ঢুকে পড়ে মশা। সেই মশা তাড়াতে বিপাকে পড়তে হয় এয়ারলাইন্স কর্মীদের । মশার উৎপাতের কারণে ফ্লাইট নির্দিষ্ট সময় থেকে দেরিতে ছাড়ার ঘটনাও ঘটেছে। বাধ্য হয়ে মশা তাড়াতে বিভিন্ন ওষুধ ছেটানোর পাশাপাশি ধূপ ব্যবহারও শুরু করা হচ্ছে বিমানবন্দরে। আগে শাহজালাল বিমানবন্দরে সন্ধ্যার পর মশা মারার জন্য ওষুধ ছেটানো হতো। বর্তমানে দুপুর থেকেই মশা নিধনের কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া কখনও কখনও ফ্লাইট ছাড়ার আগেও উড়োজাহাজের আশপাশে দেওয়া ওষুধ ছেটানো হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরে মশা তাড়াতে নানা উদ্যোগে নিয়েও ব্যর্থ হয়েছে বিগত বছরগুলোতে।

মশা তাড়াতে ধূপ

বেবিচকের অভিযোগ, বিমানবন্দরের ভেতরের চেয়ে বাইরের থেকে আসা মশার উৎপাত বেশি। বিমানবন্দরের বাইরের আশপাশের আবর্জনা থেকেই মশার প্রজনন ও আগমন ঘটছে। বিমানবন্দরের আশপাশে ও বাইরে সিটি করপোরেশন মশা নিধনের উদ্যোগ নিলে সুফল মিলবে।

এদিকে ডিএনসিসির অভিযোগ, গত বছর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মশা নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়। ডিএনসিসি’র পক্ষ থেকে  প্রতিদিন লার্ভি সাইড, ম্যালেরিয়া অয়েল বি এবং ফগার মেশিনের সাহায্যে অ্যাডাল্টিসাইড  ছেটানো হয়। বরং বিমানবন্দরে ভেতর ও বাহিরের একাধিক জলাশয় থাকলেও সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না।  বিমানবন্দরের টার্মিনাল ভবনের বিভিন্ন স্থানে পানি জমে থাকে। মশা নিধনে বিমানবন্দরে পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল ও যন্ত্রপাতি  নেই। এ কারণে ডিএনসিসি মশা নিধনে পদক্ষেপ নিলেও কমছে না মশার উৎপাত।

এ বিষয়ে ডিএনসিসি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল মো. জোবায়দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন,   যার যার আঙিনা তাকেই পরিষ্কার করতে হবে। বাইরে থেকে কেউ এসে নিজের বাড়ি তো পরিষ্কার করে দেবে না। বিমানবন্দর কর্তৃপক্ষকেই নিজেদের জায়গা পরিষ্কার রাখতে হবে।

ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান বলেন, আমরা একটি ভেহিক্যাল মাউটেন্ড ফগিং মেশিন সরবরাহ করে আসছি। কিন্তু বিমানবন্দরের এলাকার পুকুর ও ডোবাসহ বিভিন্ন স্থানে মশার প্রজননকেন্দ্র রয়েছে, সেগুলো বিমানবন্দর কর্তৃপক্ষকেই পরিষ্কার রাখতে হবে। আমি ১৮ তারিখে বিমানবন্দরের ভেতরের এয়ার সাইডে পরিদর্শন করেছি। আমরা তো চাইলে বিমানবন্দরের ভেতরে কাজ করতে পারি না।  বিমানবন্দরের নিজস্ব  মশক নিধন কর্মী নেই, অদক্ষ লেবার দিয়ে কাজ করানো হয়। আমরা প্রয়োজনে প্রশিক্ষণ দেবো, কিন্তু তাদের জনবল তো থাকতে হবে।

বিমানবন্দর সূত্র জানায়, মশার উৎপাত নিয়ন্ত্রণে বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ৭ সদস্যের কমিটি গঠন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিমান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে (প্রশাসন)। কমিটিতে আরও আছেন, যুগ্ম-সচিব (সিএ),  বিমানবন্দরের পরিচালক, সিটি করপোরেশনের আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য অধিদফতরের প্রধান কীটতত্ত্ববিদ, বেবিচকের প্রতিনিধি ও মন্ত্রণালয়ের উপ-সচিব (সিএ-১)। এ কমিটি বিমানবন্দরের অভ্যন্তরে ও এর পার্শ্ববর্তী স্থানে মশা নিয়ন্ত্রণ ন কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় করবে। বৈঠকে বিমান মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্রনাথ সরকার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান ও শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ  ক্যাপ্টেন এএইচ এম তৌহিদ উল আহসান উপস্থিত ছিলেন। বৈঠকে সিটি করপোরেশন, সিডিসি এবং বেবিচকের সমন্বয়ে বিমানবন্দরের ভেতরে ও বাইরে তিন মাইলের মধ্যে পরিচ্ছন্নতা, মশা নিধনে সমন্বিত উদ্যোগ নিতে বলা হয়।

বিমানবন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আমাদের আন্তরিকতা আছে, তাই মশা নিধনে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়। বিমানবন্দরে মশার প্রজনন সক্ষম স্থান যদি ৩০ শতাংশ হয়, বিমানবন্দরের সীমানা সংলগ্ন এলাকায় ৩০০ ভাগ। সেসব এলাকায় বিমানবন্দরের কর্তৃপক্ষ নয়, সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে। মশা বিমানবন্দরের বাইরে থেকেই বেশি বিমানবন্দর এলাকায় প্রবেশ করে। ফলে সিটি কর্পোরেশন শতভাগ কার্যকর পদক্ষেপ নিলেই মশা নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

/এমআর/
সম্পর্কিত
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!