X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মোমেনাদের স্বপ্নের নীলচালা ঘর

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
২২ জানুয়ারি ২০২১, ১৪:৫৭আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৫:১৫

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শাহপুর গ্রামের মোমেনা খাতুন। ২০ বছর আগে স্বামী মারা যায়। এরপর শুরু হয় তার বেঁচে থাকার লড়াই। স্বামী মারা যাওয়ার পরপরই শিকার হোন নদী ভাঙনের। হারিয়ে যায় বাসস্থানের জায়গাটুকুও। সন্তানদের লালন-পালন করতে বছরের পর বছর ঠিকানাহীন জীবন পার করছেন। সন্তানদের খাবার জোগাতে কখনও অন্যের বাড়িতে, কখনও বা কাজের সন্ধানে পথে পথে ঘুরেছেন। পঞ্চাষোর্ধ মোমেনা মানুষের বাড়িতে কাজের বিনিময়ে আশ্রয় পেয়েছেন। সেই মোমেনা মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ ঘর পেয়েছেন। তিনি এখন স্বপ্ন দেখছেন সুখী সমৃদ্ধ ভবিষ‌্যত জীবনের।

আশ্রয়ণ প্রকল্পের ঘর

মোমেনা খাতুন এখন নীলচালা আধা পাকা বাড়িগুলোর সামনে প্রতিদিনই এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এগুলোর মধ্যে তিনিও একটি স্বপ্নের বাড়ি পাচ্ছেন। ২৩ জানুয়ারি (শনিবার) তার হাতে তুলে দেওয়া হবে দুই শতক জমির দলিলসহ একটি বাড়ির চাবি।

বাজিতপুরের শোভারামপুরের ঊষা বেগম জানান, স্বামী হারিয়ে বিধবা জীবনে খুব কষ্টে দুই মেয়েকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। এমন অনেক সময় অনাহারে পাড় করেছি সন্তানদের নিয়ে। গরিব-অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়ানোর জন‌্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন‌্যবাদ জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন।

আশ্রয়ণ প্রকল্পের ঘর

এমনি গৃহহীন, অভাব ও কষ্ট নিয়ে সাজানো হাজার হাজার মানুষের জীবন। আনন্দে আত্মহারা মোমেনা খাতুন,  ঊষা বেগমের মতন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা ও অতিবৃদ্ধ ৬১৬টি পরিবার। তাদেরকেও দেওয়া হবে দুই শতক জমির দলিলসহ বাড়ির চাবি।

প্রতিটি সেমিপাকা বাড়িতে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি বাথরুম। থাকছে সুপেয় পানি ও বিদ্যুৎতের ব্যবস্থা। প্রধানমন্ত্রীর এ উপহার জীবনের সবচেয়ে বড় সম্বল হয়ে থাকবে অসহায় মানুষগুলোর কাছে।

মোমেনা

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, জেলার ১৩টি উপজেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১০টি, হোসেনপুর উপজেলায় ২৯টি, কটিয়াদী উপজেলায় ৫৯টি, পাকুন্দিয়া উপজেলায় ৫১টি, করিমগঞ্জ উপজেলায় ৩১টি, তাড়াইল উপজেলায় ৫০টি, ইটনা উপজেলায় ১৯৯টি, মিঠামইন উপজেলায় ৯টি, অষ্টগ্রাম উপজেলায় ৩৭টি, বাজিতপুর উপজেলায় ৪৯টি, নিকলী উপজেলায় ২৪টি, কুলিয়ারচর উপজেলায় ২৯টি এবং ভৈরব উপজেলায় ৩৯টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ইটনা উপজেলায় দুইটি ব্যারাকে মোট ২৭০টি ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ জেলায় ১০ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে ৬১৬টি বাড়ি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি বাড়ির নির্মাণ খরচ হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

ঘরের সামনে দাঁড়িয়ে মোমেনা

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলায় ৬১৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান এবং ব্যারাক হাউজ নির্মাণের মাধ্যমে ইটনা উপজেলার আড়ালিয়া ও মজলিশপুর আশ্রয়ণ প্রকল্পে মোট ২৭০টি পরিবারকে পুনর্বাসিত করা হচ্ছে। ইতোমধ্যে ঘরসমূহের বিদ্যুৎ ও খাবার পানীয়ের জন্য টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এছাড়া গৃহ নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত প্রাক্কলন ও ডিজাইন অনুযায়ী সর্বোচ্চ গুণগতমান বজায় রেখে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
আজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ