X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দুই পেনাল্টি মিসের খেসারত দিতে হয়নি বার্সাকে

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২১, ১৫:৫৯আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৫:৫৯

নিষেধাজ্ঞার কারণে লিওনেল মেসি ছিলেন না। তাই পেনাল্টি কিকের দায়িত্ব প্রথমে নিলেন মিরালেম পিয়ানিচ। কিন্তু সুযোগ নষ্ট করলেন। নির্ধারিত সময়ে বার্সেলোনা আরেকটি পেনাল্টি পেলেও গোল পায়নি। এবার মিস করেন উসমান ডেম্বেলে। অবশ্য এই ফরাসি ফরোয়ার্ডই অতিরিক্ত সময়ে বার্সেলোনাকে উদ্ধার করেছেন তৃতীয় স্তরের দল কর্নিয়ার বিপক্ষে।

কোপা দেল রের শেষ ৩২-এর লড়াইয়ে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে বার্সেলোনাকে। রিয়াল মাদ্রিদের মতো অঘটনের জন্ম না দিলেও নিজেদের ভুলে জয়ের জন্য যেতে হয়েছে অতিরিক্ত সময়ে। নির্ধারিত ৯০ মিনিট স্কোরলাইন গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে ২-০ গোলের জয়ে প্রতিযোগিতাটির শেষ ষোলোতে উঠেছে কাতালানরা।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মেসি। তিনি ছাড়ারও কর্নিয়ার বিপক্ষে ম্যাচটির বাইরে ছিলেন ফ্রেঙ্কি ডি ইয়ং ও জোর্দি আলবা। আর মার্ক-অ্যান্ড্রে টের স্টেগেন, সের্হিয়ো বুশকেটস, পেদ্রি ও উসমান ডেম্বেলেকে বাইরে রেখে একাদশ সাজিয়েছিলেন রোনাল্ড কোম্যান। মূল খেলোয়াড়রা না থাকলেও খেলার নিয়ন্ত্রণ ছিল তার দখলেই। শুধু গোল পাওয়া হয়নি। সুযোগ নষ্টের সঙ্গে পেনাল্টি মিস করে হতাশা বাড়িয়েছে কাতালানরা।

৩৯ মিনিটে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন পিয়ানিচ। তার জোরালো শট প্রতিহত করেন কর্নিয়া গোলকিপার। হতাশা আরও বাড়ে ৮০ মিনিটে বদলি খেলোয়াড় ডেম্বেলে পেনাল্টি মিস করলে। ফরাসি ফরোয়ার্ডের দুর্বল শট হাহাকার বাড়ায় বার্সেলোনার ডাগ আউটে।

তাদের ভুলে নির্ধারিত সময় গোলহীনভাবে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের শুরুতেই বার্সাকে এগিয়ে নেন ডেম্বেলে। এরপর শেষ বাঁশি বাজার আগমুহূর্তে মার্টিন ব্রাথওয়েট স্কোরশিটে নাম তুললে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই গোলের আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কর্নিয়া ডিফেন্ডার আলবার্ত ফের্নান্দেস।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা