X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্র অধিকার পরিষদের নিন্দা

ঢাবি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ১৯:১১আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৯:১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষক অপসারণের প্রচেষ্টা এবং দুই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। শুক্রবার (২২ জানুয়ারি) ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একইসঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে গৃহীত এই অন্যায় ও নিপীড়নমূলক সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার চায়।

তারা বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যমতে, ২০২০ সালের ১ জানুয়ারিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন। শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল—বেতন কমানো, আবাসন সংকট দূর করা, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, অগ্রাধিকারের ভিত্তিতে অবকাঠামো নির্মাণ ও ছাত্র সংশ্লিষ্ট ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা। ওই আন্দোলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি শিক্ষকদের কয়েকজনও সংহতি প্রকাশ করেছিলেন। তাদের মধ্যে চার শিক্ষকে গত বছরের ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন কারণ দর্শানোর নোটিশ দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন পর আন্দোলনে যুক্ত থাকায় বাংলা ডিসিপ্লিনের মোহাম্মদ মোবারক হোসেন নোমান (১৮ ব্যাচ) এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ইমামুল ইসলামকে (১৭ ব্যাচ) বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তারা বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সেই আন্দোলনে সঙ্গে একাত্মতা পোষণ করায় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল ফজল, প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরীকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। যা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অশনি সংকেত এবং মুক্তবুদ্ধি ও জ্ঞানচর্চার জন্য হুমকিস্বরূপ।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’