X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফের পিছু হটলো জেমস বন্ড!

বিনোদন ডেস্ক
২২ জানুয়ারি ২০২১, ২০:২৯আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:০৩

করোনাকাল মাথায় নিয়ে ফের পিছু হটলো রুপালি পর্দার বিশ্ব তারকা জেমস বন্ড। অর্থাৎ মুক্তির তারিখ ফের পিছিয়ে গেলো ‘নো টাইম টু ডাই’ ছবিটির।

মুক্তির তারিখ এপ্রিল থেকে নেওয়া হলো অক্টোবরে। ২১ জানুয়ারি ছবিটির প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স এ ঘোষণা দেয়।

‘নো টাইম টু ডাই’ ছবিটি প্রথমে মুক্তির কথা ছিল ২০২০ সালের এপ্রিলে। করোনার আঘাতে সেটি নেওয়া হলো একই বছরের নভেম্বরে। সেটিও সম্ভব হলো না। জানানো হলো, ২০২১ সালের এপ্রিলে ছবিটা নিশ্চিত মুক্তি পাচ্ছে। জানুয়ারিতে এসে সেটিও পিছিয়ে গেলো।

ছবিটিতে পঞ্চম ও শেষবারের মতো আয়ান ফ্লেমিংয়ের বিখ্যাত ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। গল্পে অপহৃত একজন বিজ্ঞানীকে উদ্ধার করতে গিয়ে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ রহস্যময় ভিলেনের মুখোমুখি হবে জেমস বন্ড। তার নতুন শত্রু সাফিন চরিত্রে আছেন অস্কার জয়ী রামি মালেক।

নতুন জিরো জিরো সেভেন হিসেবে থাকছেন লাশানা লিঞ্চ। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পেক্টর’-এর পর আবারও বন্ডকন্যা ম্যাডেলেইন সোয়ান চরিত্রে অভিনয় করছেন ফরাসি তারকা লেয়া সেদু। নতুন বন্ডকন্যা হয়েছেন আনা ডি আরমাস। এম এবং কিউ চরিত্র দুটিতে ফিরছেন যথাক্রমে র‌্যালফ ফাইনেস ও বেন হুইশো।

মানিপেনি হিসেবে আছেন যথারীতি নাওমি হ্যারিস। এমআইসিক্সের চিফ অব স্টাফ বিল ট্যানারের ভূমিকায় রয়েছেন ররি কিনিয়ার। সাবেক সিআইএ প্রতিনিধি ফেলিক্স লেটার হিসেবে দেখা যাবে জেফ্রি রাইটকে।

নতুন বন্ড ছবির চিত্রনাট্যকার দলে আছেন ফিবি ওয়ালার-ব্রিজ। জ্যামাইকা, লন্ডন, ইতালি ও নরওয়েতে এর শুটিং হয়েছে। মেট্রো-গোল্ডওয়াইন-মেয়ার ও ইওএন প্রোডাকশন্স প্রযোজিত ছবিটির পরিবেশনা করবে ইউনিভার্সাল পিকচার্স

২৫তম বন্ড ছবির অফিসিয়াল থিম সং গেয়েছেন আমেরিকান পপ সেনসেশন বিলি আইলিশ। তার ইউটিউব চ্যানেলে গত বছর ১ অক্টোবর ‘নো টাইম টু ডাই’ শীর্ষক মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে। বন্ড ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে এর থিম সং গাওয়া সর্বকনিষ্ঠ সংগীতশিল্পী এই কিশোরী।

সূত্র: বিবিসি

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!