X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে তক্ষকসহ ৭ পাচারকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২১, ১৬:৩৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৬:৩৩

রাজধানীর দারুস সালাম এলাকা হতে একটি তক্ষকসহ ৭ পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে এবং বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের পরিদর্শক নারগিস সুলতানা লিজার সহযোগিতায় শুক্রবার (২২ জানুয়ারি) রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

দারুস সালাম থানার মাজার রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক সংরক্ষণ ও পাচারের অপরাধে “বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪(খ)” ধারায় সাত পাচারকারীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উদ্ধার তক্ষক গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুল্লাহ আল মামুনকে (৩৪) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. সজিব (২৩), মো. সাইফুল ইসলাম (৫৮), মো. ইউসুফ (৪১), মো. শাহাবুদ্দিন (৩৯), মো. আনিসুর রহমান (৪৮) ও মো. জাকির হোসেনকে (৪২)  ৫০ হাজার টাকা করে সর্বমোট তিন লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আসামিরা জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আনিসুর রহমান বলেন, ‘আসামিরা দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলা হতে তক্ষকসহ অন্যান্য বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে চড়া দামে বিক্রয় করে আসছে। আজ উদ্ধার করা তক্ষকটি বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের কর্মকতাদের উপস্থিতিতে জাতীয় উদ্ভিদ উদ্যান, মিরপুর-১ এ অবমুক্ত করা হয়।’

ভবিষ্যতে বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচাররোধে র‌্যাবের এ ধরনের জোরালো অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!