X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারের কোহেলীয়া নদী পুনরুদ্ধারের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২১, ১৬:৪২আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৬:৪২

জাইকার অর্থায়নে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে কোহেলীয়া নদী ভরাট করে রাস্তা নির্মাণের প্রতিবাদ করে করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও জাতীয় নদী জোট। এসময় সংগঠন দুটি যথাযথ কর্তৃপক্ষকে নদীটিকে পুনরুদ্ধার করার জন্য আহ্বান করেছেন।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই প্রতিবাদ করেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, মহেশখালী উপজেলার মাতারবাড়িতে জাইকার অর্থায়নে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হবার পর থেকেই, কোহেলীয়া নদী নানাভাবে বিপর্যয়ের শিকার হচ্ছে। সর্বশেষ নদীটিকে ভরাট করে রাস্তা করা হচ্ছে। এতে এখন নদীর খাল ও প্লাবন অঞ্চলসমূহ হারিয়ে যাচ্ছে। স্থানীয় জনসাধারণে এর প্রতিবাদ করলেও কোনও সুরাহা মিলছে না।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) এই সাধারণ সম্পাদক বলেন, উন্নয়নের নামে একটা জীবন্ত নদী ভরাট করে রাস্তা করে ফেলছে। তবুও আমরা এই দেশকে নদীমাতৃক দেশ বলছি। এটা ভাবতে আর কার কী হয় জানি না। আমার লজ্জা হয়।

সংবাদ সম্মেলনের সভাপতি ও জাতীয় নদী জোটের আহবায়ক শারমিন মুরশিদ বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে যখন নদনদী ও জলাশয় যখন আরও প্রশস্ত ও সংরক্ষণ করার জরুরি ঠিক তখনই কোহেলীয়া নদী ভরাট করা হচ্ছে। এতে মাতারবাড়ি ও মহেশখালীসহ মানুষ ও প্রকৃতির ওপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নদী জোটের সদস্য সাইদা রোকসানা শিখা, বাপার যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুব বাপা'র সদস্য সচিব রাওমান স্মিতাসহ প্রমুখ।

/এসএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়