X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্যাচমেটদের উদ্যোগে হচ্ছে আশ্রম ও হাসপাতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২১, ১৭:৪২আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৭:৪২

‘বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে’ এই স্লোগান বাস্তবায়নে বন্ধু আশ্রম, লাইব্রেরি ও হাসপাতাল তৈরি করবে ‘এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’। শুক্রবার (২২ জানুারি) গভীর রাত পর্যন্ত সংগঠনের প্রথম বার্ষিকী উদযাপন ও সম্মেলন অনুষ্ঠানে এসব উদ্যোগ বাস্তবায়নে একটি ফাউন্ডেশনের সূচনা করে সংগঠনটি। রাজধানীর উপকণ্ঠে প্রিয়াংকা শুটিং কমপ্লেক্সে এক হাজার ২৮৫ জন নিবন্ধিত সদস্যরা উদ্যোগ বাস্তবায়নে এক্যমত পোষণ করেন। এ সময় ‘ঢাকা ঘোষণা’ পত্র পাঠ করা হয়।

‘এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’ এর সঙ্গে সরাসরি এবং ভার্চুয়ালি অংশ নেন দেশ ও বিদেশের ৯ হাজারের বেশি এসএসসি ১৯৮৬ সালের ব্যাচের বন্ধুরা। বার্ষিক অনুষ্ঠান ও সম্মেলনে নিবন্ধন করেন এক হাজার ২৮৫ জন। নিবন্ধিত সদস্যরা সরাসরি অংশ নেন সম্মেলনে।

অনুষ্ঠানে জানানো হয়, ১৯৮৬ সালে পাস করা ৫০ জনের বেশি চিকিৎসককে নিয়ে একটি হাসপাতাল করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৯৯৬ সালে পাস করা নিঃসঙ্গ বন্ধুদের জন্য রাজধানীতে গড়ে বন্ধু আশ্রম গড়ে তোলার ব্যবস্থা নেওয়া হয়েছে। গড়ে তেলার ব্যবস্থা নেওয়া হচ্ছে লাইব্রেরি। চিকিৎসক, প্রকৌশলী, সরকারি বেসরকারি অন্য চাকরিজীবী ও ব্যাবসায়ীদের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু করা হচ্ছে।

উৎসব পর্বসহ সম্মেলনের বিভিন্ন পর্যায়ে বক্তব্য সম্মেলনের চেয়ারম্যান সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা উদ্বাধনী বক্তব্য রাখেন। সম্মেলনের আহ্বায়ক আশরাফুল হক সাংগঠনিক অভিবেশনে বক্তব্যে ‘এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ’ এর উদ্যোগ ও বাস্তবায়ন ও রূপরেখা তুলে ধরেন। সম্মেলনের সদস্য সচিব নজরুল কবীর বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রেম পাঠাগার স্থাপনে অর্থ সহায়তা দেওয়া হবে।’

সম্মেলনের বিভিন্ন পর্বে আরও বক্তব্য রাখেন মারশাদ খুকিসহ অন্যান্য সদস্যরা। সম্মেলনে উৎসব অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ শহীদুল্লাহ সিদ্দিকী এবং অ্যাভোকেট পারভীন আহমেদ।

দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন উৎসব আয়োজনের মধ্যে ছিল— পরিচিতি ও পুনর্মিলনী, মানবিকতায় ৮৬, ডক্টরস হেল্পলাইন, যুগলবন্দি সংবর্ধনা, ৮৬ ফাউন্ডেশন, বন্ধু সংসদ বিষয়ে সাংগঠনিক অনুষ্ঠান, বিশেষ সম্মাননা ঢাকা ঘোষণা পাঠ, সংস্কৃতিক অনুষ্ঠান।

/এসএমএ/এফএএন/

/এসএমএ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের