X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তিন ম্যাচ পর রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ১১:২২আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১১:৩০

গত সপ্তাহটা পুরোপুরি ভুলে যেতে চাইবে রিয়াল মাদ্রিদ। হেরে দুটি টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। সবচেয়ে বেশি বিঁধেছে কোপা দেল রেতে তৃতীয় বিভাগের দল আলকোয়ানোর সঙ্গে হার। সেই অস্বস্তিকর পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর রসদ পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় আলাভেসকে ৪-১ গোলে বিধ্বস্ত করে তুলে নিয়েছে অসাধারণ এক জয়। যে জয়টি এলো তিন ম্যাচ পর।

একই সঙ্গে এই জয়টা আবার পয়েন্ট টেবিলে দুইয়েও তুলেছে লস ব্লাঙ্কোসদের। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট। আতলেতিকো মাদ্রিদ ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই।

রিয়াল মাদ্রিদের যে পুরো সপ্তাহটি ভালো যায়নি, সেটি বলতেই হবে। তাদের হারের সঙ্গে যোগ হয়েছিল কোচ জিদানের করোনা পজিটিভ হওয়ার খবর। যে কারণে আলাভাসের বিপক্ষে দলের সঙ্গে যেতেই পারেননি। তাই সব মিলে তাদের পরিস্থিতিটা কোণঠাসাই ছিল। তবে খেলা শুরু হলে ভিন্ন এক রিয়ালকেই মাঠে চোখে পড়েছে। ১৫ মিনিটে দলকে এগিয়ে নিয়েছিলেন কাসেমিরো। কর্নার কিক থেকে পাওয়া বলে হেড করেছিলেন।

বিরতির আগে ব্যবধান বাড়িয়ে নেন বেনজিমা। ৪১ মিনিটে হ্যাজার্ডের ফ্লিক থেকে মিলিত ভূমিকাতে আসে দ্বিতীয় গোল। ৪৫+১ মিনিটে স্কোর ৩-০ করেন হ্যাজার্ড। এই মৌসুমে দ্বিতীয়বারের মতো গোল পেলেন হ্যাজার্ড-বেনজিমা দুজনেই।

বিরতির পর ঘণ্টা খানেকের মাথায় একটি গোল শোধ দিয়েছিল আলাভেস। কিন্তু এর পর আর জাল কাঁপাতে পারেনি স্বাগতিকরা। উল্টো ৭০ মিনিটে আবার দ্বিতীয় গোল তুলে রিয়ালের জয় সুনিশ্চিত করেছেন বেনজিমা। প্রতিআক্রমণে বাম প্রান্ত থকে কাট করে ডান পায়ের শটে জালে বল পাঠান তিনি। এমন শট রুখে দেওয়ার সুযোগ ছিল না আলাভেস গোলকিপার ফার্নান্ডো পাচেওর পক্ষে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ