X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজার ভূমি অফিসের ‘শীর্ষ দালাল’ মুহিব উল্লাহসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জানুয়ারি ২০২১, ১২:১৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১২:১৪

অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ থেকে কমিশন বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কক্সবাজার জেলা প্রশাসনের সার্ভেয়ারসহ দু’জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২৩ জানুয়ারি) নগরীর খুলশী থানার জাকির হোসেন সড়কে ওমরগণি এমইএস কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।

গ্রেফতার দু’জন হলেন—কক্সবাজার জেলা প্রশাসনের সার্ভেয়ার কেশব লাল দেব (৩৯) এবং ভূমি অফিসের ‘শীর্ষ দালাল’ হিসেবে চিহ্নিত মুহিব উল্লাহ (৪০)।

শরীফ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কক্সবাজার জেলায় ভূমি অধিগ্রহণ শাখায় কমিশন বাণিজ্যের কিছু অভিযোগ পেয়ে দুদক অনুসন্ধানে নামে। তদন্তে আমরা জেলা প্রশাসনের সার্ভেয়ার কেশব লাল দেব এবং ভূমি অফিসের ‘শীর্ষ দালাল’ হিসেবে চিহ্নিত মুহিব উল্লাহ’র সম্পৃক্ততা খুঁজে পাই। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় শনিবার দুই জনকে গ্রেফতার করা হয়েছে। কারা, কোন প্রক্রিয়ায় কমিশন গ্রহণ করে, এর সঙ্গে কারা কারা জড়িত, আমরা অনুসন্ধান করছি। এই চক্রে আরও যারা জড়িত, তাদের সবার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

দুদক সূত্রে জানা গেছে, আসামি মহিব উল্যাহ প্রিমিয়ার ব্যাংক কক্সবাজার শাখায় আব্দুর রহিমের ০৫১২১৩১০০০০০১১৬ নম্বর অ্যাকাউন্টে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মালিক হিসেবে চেক পাস হতে না হতেই ২০১৭ সালের ২৪ জানুয়ারি ২৭ লাখ ৬৪ হাজার টাকা, একই বছরের ৯ মার্চ ৩৩ লাখ ৫৪ হাজার টাকা মহিব উল্যাহ নিজ নামীয় প্রিমিয়ার ব্যাংকের ০৫১২১৩১০০০০০০৪০ নম্বর অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন। এছাড়া মুহিব উল্লাহার ওয়ান ব্যাংক কক্সবাজার শাখার ০২৬২০৭০০০৬১২৫ নম্বর অ্যাকাউন্ট থেকে এক বছর ৭ মাসের ব্যবধানে ১১ কোটি ৯১ লাখ ১০ হাজার ৯০ টাকা ট্রান্সফার হয়।

এই অ্যাকাউন্ট বিভিন্ন সময়ে বিশাল অঙ্কের ক্যাশ টাকা জমা হওয়া এবং বিভিন্ন ব্যক্তির টাকা উত্তোলন, বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, যেই তারিখ ক্যাশ টাকা জমা হয়েছে ঠিক তার আগে ও পরে তার একটি বিশাল অঙ্কের টাকা ভূমি অধিহণ শাখার সার্ভেয়ার থেকে কানুনগো বা জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করার জন্য প্রদান করা হয়েছে।

দুদক সূত্রে আরও জানা যায়, অধিগ্রহণের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীর বসবাস বা তাদের নিকট আত্মীয় আছে মূলত সেই সব স্থানে বিভিন্ন ব্যাংকে আরটিজিএস করে টাকা প্রেরণ করা হয়েছে, আর স্থানীয় যারা মুহিব উল্লাহ’র অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করেছে, তারা প্রত্যেকেই তার সিন্ডিকেটের লোক এবং ভূমি অফিগ্রহণের অবৈধ ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত। ভূমির মালিকদের ক্ষতিপূরণের টাকা পাওয়ার পর তাদের কাছ থেকে নগদে উত্তোলন করে উক্ত টাকা হতে মুহিব উল্লাহ নিজ অংশ রেখে বাকি টাকা ঘুষবাবদ সার্ভেয়ারসহ ভূমি অধিগ্রহণ শাখার অন্যান্য কর্মকর্তার নিজস্ব লোকদের অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করে দিতেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
জেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…