X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিল পাসের দুই দিনের মধ্যে গেজেট করে এইচএসসি’র ফল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ১৩:৪৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৪:০৬

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলপ্রকাশে সংসদে উত্থাপিত পৃথক তিনটি বিল পাস হওয়ার দুই দিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। তার পরপরই এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। রবিবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১ পাসের সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

রবিবার পাস হওয়া অন্য দুটি বিল হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১।

বিলের সংশোধনীতে অবিলম্বে কার্যকর হওয়া শব্দটি যুক্ত করার প্রস্তাবের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের প্রস্তুতি নেওয়া আছে। ডিসেম্বরের মধ্যে ফল তৈরি করে বিল তিনটি অর্ডিনেন্স আকারে পাস করে সঙ্গে সঙ্গে ফল প্রকাশের প্রস্তুতি ছিল আমাদের। কিন্তু যেহেতু ১৮ জানুয়ারি সংসদ বসছে, এ কারণে অর্ডিনেন্স আকারে পাস না করে বিল আকারে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। বিলটি পাশ হয়ে গেলে গেজেট প্রকাশের জন্য দুই দিনের মতো সময় লাগবে। তারপরই আমরা ফল প্রকাশ করতে পারবো। কাজেই এটি নিয়ে বিলম্বের কোনও সুযোগ নেই।’

এর আগে বিল বাছাই কমিটির পাঠানোর প্রস্তাবের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘শিক্ষার্থীরা পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। শেষ মুহূর্তে পরীক্ষা বন্ধ করতে হয়েছে। বিশ্বের প্রায় সবদেশেই একই অবস্থা হয়েছে। বেশিরভাগ দেশে বাংলাদেশের মতো কাছাকাছি পদ্ধতিতে ফল প্রকাশ করা হয়েছে। একেবারে চিন্তা-ভাবনা ছাড়া এভাবে ফল প্রকাশ করা হচ্ছে এমন ভাববার সুযোগ নেই। প্রধানমন্ত্রী, শিক্ষাবিদ, কোভিড-১৯ জাতীয় পরামর্শক কমিটি—সবার সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘অনেকে হঠাৎ করে একটা পর্যায়ে গিয়ে ভালো ফল করেন। তবে এটাও ঠিক এসএসসির চেয়ে এইচএসএসিতে একটু কঠিন এবং নম্বর কম পেয়ে থাকে। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল দেওয়া হবে। যারা মেধাবী তারা এ দুটি পরীক্ষায় মেধার সাক্ষর রেখেই এসেছেন। কাজেই মেধাবীরা ক্ষতিগ্রস্ত হবেন, এটা সত্য নয়। যার যে মেধার স্তর সেই অনুযায়ী ফল পবেন।’

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আমরা শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সংক্রমণের আশঙ্কা থেকে দূরে রাখতে পেরেছি।’

কওমি মাদ্রাসা খোলা রাখা প্রসঙ্গ তিনি বলেন, ‘কওমি মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থীই এতিম ও দুস্থ। তাদের বেশিরভাগই আবাসিক। সেখানে তারা থাকার সুযোগ না পেলে তাদের জীবন দুঃসহ অবস্থায় পড়বে। তাই সার্বিক বিষয় বিবেচনা করে অনেকগুলো শর্ত সাপেক্ষে এটা খোলার অনুমতি দেওয়া হয়েছে। এখানেও মানবিকতা, স্বাস্থ্য সবকিছু বিবেচেনায় নেওয়া হয়েছে।’

এদিকে বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে বিএনপির হারুনুর রশীদ বলেন, ‘করোনাকালে বহু শিক্ষার্থী ঝরে পড়েছে। শিক্ষার্থীরা পরীক্ষা থাকলে টেবিলে বসে। একটা পরীক্ষা নেওয়া যেত। অটোপাশ দিয়ে দেওয়ায় একটি ভয়াবহ সংকট তৈরি হলো। মেধাবীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। এ বিষয়ে আরও চিন্তা-ভাবনা করার প্রয়োজন ছিল।’

গণফোরামের মোকব্বিক খান বলেন, ‘পরীক্ষা ছাড়া পাসের ব্যবস্থা করে শিক্ষার্থীদের যে ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। প্যানডেমিক পিরিয়ডের আগে আরও তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সেই সময় এই বিষয়টি চিন্তা করা হলে ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যেত।’

জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বলেন, ‘পরীক্ষা ছাড়াই প্রকাশের জন্য এ বিলটি আনা হয়েছে। এই বিল না এনে কোনও রাস্তাই ছিল না। কিন্তু আমার মনে হয় অটোপাসের ব্যবস্থা না করে একটি সংক্ষিপ্ত পরীক্ষার মাধ্যমে আমরা এটা করতে পারতাম। কারণ আমরা অতীতে অটোপাসের ক্ষেত্রে দেখেছি তাদের সারাজীবন একটি বদনামের মধ্য দিয়ে চলতে হয়।’

জাতীয় পার্টির ফখরুল ইমামের বিলটির প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘এটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিল। একবছর মানুষের জীবনের কিছুই নয়।’ তিনি বলেন, ‘সব স্কুল কলেজ বন্ধ। কিন্তু কওমি মাদ্রাসা খোলা কেন? কওমি মাদ্রাসায়ও অনেক শিক্ষার্থী রয়েছে। শিক্ষামন্ত্রীকে অনুরোধ করবো এ বিষয়টি যেন দেখেন।’

বিএনপির রুমিন ফারহানা বলেন, ‘অটোপাসের মেধাবী ছাত্র-ছাত্রীদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি দেশেরও ক্ষতি হবে। প্রকৃতপক্ষে দেশে কখনও লকডাউন ছিল না। মুখে বলা হলেও স্বাস্থ্যবিধির বালাই নেই। সবকিছুই যখন স্বাভাবিকভাবে চলছে, তখন শিক্ষাপ্রতিষ্ঠান কেন খুলে দেওয়া হচ্ছে না। সরকারের এই ভুল সিদ্ধান্তে নতুন প্রজন্মকে মাশুল দিতে হবে।’

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা