X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শহীদ মতিউরের স্মৃতিফলকে ছাত্রলীগের শ্রদ্ধা

ঢাবি প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ১৪:৫৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৪:৫৬

১৯৬৯ সালের আজকের দিনে গণঅভ্যুত্থানে নিহত কিশোর শহীদ মতিউর রহমানের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ রবিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বকশীবাজারস্থ নবকুমার ইনস্টিটিউটে শ্রদ্ধা জানায় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতাকর্মী। 

শ্রদ্ধা জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। মুক্তিকামী নিপীড়িত জনগণের পক্ষে বাঙালি জাতির মুক্তি সনদ ৬ দফা এবং পরবর্তীতে ছাত্র সমাজের ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত এ গণঅভ্যুত্থানের মাধ্যমে রক্তের সিঁড়ি বেয়ে স্বৈরাচার আইয়ুববিরোধী গণআন্দোলনসহ স্বাধীনতা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। গণঅভ্যুত্থান এর ফল ছাত্র-জনতার তীব্র গণ-আন্দোলনের মুখে স্বৈরাচার আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে বাধ্য হয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘২৪ জানুয়ারি পাকিস্তানী স্বৈরশাসকের গুলিতে মতিউর রহমান শাহাদাত বরণ করেছিলেন। এর মধ্য দিয়ে আমাদের ঊনসত্তরের গণঅভ্যুত্থানের যে সফলতা সেটি নিশ্চিত হয়। মতিউরের রক্ত দেওয়ার মধ্যে দিয়ে স্বাধীনতার আন্দোলনকে সংগঠিত করতে পেরেছিলাম। দশম শ্রেণির একজন ছাত্র হয়ে গণতান্ত্রিক এবং স্বাধীনতা আন্দোলনে তার যে ভূমিকা আমাদের তরুণ প্রজন্ম যুগেযুগে স্মরণ করে রাখবে।

শহীদ মতিউর রহমানের স্মৃতি ফলকে শ্রদ্ধা জানাতে আসেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মতিউর রহমানের পরিবারের সদস্যসহ আরও অনেকে।

 

/এসআইআর/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা