X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খুবির শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে চবি শিক্ষার্থীদের সংহতি

চবি প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ১৬:০৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৬:০৫

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষকসহ দুই শিক্ষার্থী বহিষ্কার ও দুই শিক্ষককে অপসারণের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এ ঘটনাকে ‘চরম ধৃষ্টতা’ উল্লেখ করে অবিলম্বে বহিষ্কারাদেশ বাতিল করার দাবি জানিয়েছে তারা। 

শনিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ এর ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের এরকম স্বৈরাচারী আচরণ কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে এই বহিষ্কারাদেশ বাতিল করতে হবে। এই চরম ধৃষ্টতাপূর্ণ বহিষ্কারাদেশ বাতিল না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলন লাগাতারভাবে চালিয়ে যাবে।’

এ সময় সমাবেশ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতি খুবি প্রশাসনের অন্যায় আচরণের প্রতিবাদ জ্ঞাপন করার আহ্বান জানানো হয়।

সমাবেশে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহ মোহাম্মদ শিহাবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী দেওয়ান তাহমিদ। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা ঋজু লক্ষ্মী অবরোধ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল নেতা মুশফিকউদ্দীন ওয়াসি, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ নেতা শ্রাবণ চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ নেতা রোনাল চাকমা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাঈদুল ইসলাম এবং শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের সমন্বয়ক রুহুল আমিন এতে সংহতি জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করে খুলনা বিশ্ববিদ্যালয়। তাদের আন্দোলনের সাথে সংহতি জানানোর কারণে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে অপসারণ এবং একজন শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করে খুবি প্রশাসন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া