X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

নিউ জিল্যান্ডে দুই মাস পর প্রথম করোনা আক্রান্ত শনাক্ত

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ১৮:০১আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৮:০১
image

নিউ জিল্যান্ডে দুই মাসেরও বেশি সময় পর কমিউনিটির মধ্য থেকে এক করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে দেশটিতে যতজন শনাক্ত হয়েছিলেন তাদের সবাই বিদেশফেরত ছিলেন। দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকার সময় তাদের সংক্রমণ ধরা পড়ে। তবে কোয়ারেন্টিন ফ্যাসিলিটির বাইরে করোনা শনাক্ত হওয়ার ঘটনা গত দুই মাসে এটাই প্রথম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে নিউ জিল্যান্ড। ৫০ লাখ জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৯২৭ জন করোনা আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২৫ জনের।

নিউ জিল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে শনাক্ত হওয়া ওই নারীর বয়স ৫৬ বছর। তিনি সম্প্রতি ইউরোপ থেকে ফিরেছেন। বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহের আইসোলেশন শেষ করার ১০ দিন পর তার শরীরে ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। কিভাবে তিনি সংক্রমিত হলেন তা জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। ওই নারী যেসব এলাকা ভ্রমণ করেছেন তার তালিকাও প্রকাশ করা হয়েছে।

নিউ জিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই নারী ইউরোপ থেকে ফেরার পর অকল্যান্ডের একটি ফ্যাসিলিটিতে কোয়ারেন্টিনে ছিলেন। গত ১৩ জানুয়ারি ফ্যাসিলিটি ছাড়েন তিনি। এর আগে তার দুইবার করোনা পরীক্ষা করা হয় এবং প্রত্যেকবারই ফল নেগেটিভ আসে। দুইদিন পর তার শরীরে মৃদু উপসর্গ দেখা দেয়। এরপর ধীরে ধীরে অবস্থার অবনতি হয়। শনিবার (২৩ জানুয়ারি) করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তিনি এখন তার বাড়িতে আইসোলেশনে আছেন।

রবিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, ‘সংক্রমণের উস কী এবং তিনি করোনার কোন স্ট্রেইন দ্বারা আক্রান্ত হয়েছে’ তা এখনই বলা সম্ভব নয়। তবে একে দ্রুত গতির স্ট্রেইন হিসেবে ধরে নিয়ে প্রয়োজনীয় পূর্বসতর্কতা নিচ্ছে মন্ত্রণালয়।

/এফইউ/
সম্পর্কিত
প্রথম রোজার তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই
অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ছে বাড়িঘর
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য বাড়াতে গুরুত্বারোপ
সর্বশেষ খবর
বাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
পরিবহন মালিক সমিতির হুঁশিয়ারিবাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই