X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

‘সুষ্ঠু ভোটগ্রহণের স্বার্থে যা যা করা দরকার তা করা হবে’

নওগাঁ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ১৮:১২আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৮:১২

আসন্ন তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। তিনি বলেন, ‘সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে যা যা করা দরকার তা করা হবে। কেউ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে কোনও ছাড় দেওয়া হবে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সেভাবেই নির্দেশ দেওয়া আছে।’

রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে নওগাঁ সদর ও ধামইরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম এসব কথা বলেন।

কবিতা খানম বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আমার কাছে যেটুকু খবর এসেছে এবং আজকে প্রার্থীদের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে, নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচনে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বড় ধরনের কোনও অভিযোগ নেই। কয়েক দিন আগে নওগাঁ পৌরসভা নির্বাচনে এক প্রার্থীর ওপর হামলার খবর আমার কাছে আসে। সঙ্গে সঙ্গে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিই। ওই ঘটনায় মামলা হয়েছে। এখন ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। আশা করছি, ভোটের দিন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু থাকবে।’

তিনি বলেন, ‘এই জেলায় আমার জন্ম। এখানে এমন কোনও নির্বাচন চাই না, যেটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের নমুনা হয়ে থাকুক।’

প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে নওগাঁ ও ধামইরহাট পৌরসভায় নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় কবিতা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে ওই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রেজাউল কবির, ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মমিন, নওগাঁ সদর উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন প্রমুখ।

আগামী ৩০ জানুয়ারি নওগাঁ ও ধামইরহাট পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নওগাঁ পৌরসভায় মেয়র পদে পাঁচ জন এবং ধামইরহাট পৌরসভায় মেয়র পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ