X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘অ্যামচ্যাম ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ পেলেন বাংলা ট্রিবিউনের সাদ্দিফ অভি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ২১:৫৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২৩:১৯

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার সাদ্দিফ অভি।

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় অনলাইন, প্রিন্ট এবং টেলিভিশন সাংবাদিকদের অসামান্য প্রচেষ্টা ও সাহসের স্বীকৃতি এবং সম্মানের উদ্যোগ হিসেবে ৩২ জন সাংবাদিক ও ফটো সাংবাদিককে এই পুরস্কারে ভূষিত করেছে অ্যামচ্যাম।

ব্যবসায়ীদের এই সংগঠনটি মনে করে, এই সম্মাননা করোনাকালে সাংবাদিকদের আরও অনুপ্রেরণা জাগাবে।

রবিবার (২৪ জানুয়ারি) বিকাল তিনটায় অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের উপস্থিতিতে এই পুরস্কার ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদেরকে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক দিকগুলো আরও বেশি করে বিশ্বের কাছে তুলে ধরার আহ্বান জানান।

অ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মাস্টহেড পিআরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল।

পদক বিজয়ীদের মধ্যে রয়েছেন— এটিএন বাংলার শারফুল আলম, এটিএন নিউজের সাব্বির আহমেদ, বাংলা ট্রিবিউনের সাদ্দিফ অভি, বাংলাভিশনের তাইমুর রশিদ, বাংলাদেশ প্রতিদিনের মানিক মুনতাসির, বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) মাজহারুল আনোয়ার খান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের শাহেদ আলী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাজী নাফিয়া রহমান, বৈশাখী টেলিভিশনের লাবণী গুহ রায়, বণিক বার্তার মনজুরুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের জিনিয়া কবির ও আজিম খান, চ্যানেল আইয়ের লুৎফর রহমান ভূঁইয়া, দৈনিক জনকণ্ঠের ফিরোজ মান্না, ডিবিসি নিউজের বিকাশ কুমার বিশ্বাস, ঢাকা ট্রিবিউনের বিলকিস ইরানি, একাত্তর টেলিভিশনের মেহেদি হাসান, জিটিভির রাজু আহমেদ, যমুনা টিভির আহমেদ রেজা, একুশে টিভির মেহেদি হাসান, যুগান্তরের মিজানুর রহমান চৌধুরী, কালের কণ্ঠের মাসুদ রুমী, মাছরাঙা টেলিভিশনের শাহদাত হোসেন, নিউজ টোয়েন্টিফোরের মো. কামরুজ্জামান, দৈনিক সমকালের রাজবংশী রায়, সময় টেলিভিশনের মোজাহিদুল ইসলাম, বিজনেস স্ট্যান্ডার্ডের আব্বাস উদ্দিন, দৈনিক ইত্তেফাকের জামাল উদ্দিন, দ্য ডেইলি স্টারের মোহাম্মদ রেফায়েত উল্লাহ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের মুনিরা মুন্নী ও সাইফ উদ্দিন খোন্দকার।

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা